জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমৃত্যু ও মৃত্যুর পরেও আমি ‘কাঁটা লাগা’ গার্ল নামেই পরিচিত হতে চাই, শেষ সাক্ষাত্‍কারে এই কথাই বলেছিলেন শেফালী জরীওয়ালা। ২৩ বছর আগে ‘কাঁটা লাগা’ গানে নেচে আলোচনার কেন্দ্র বিন্দুতে এসেছিলেন অভিনেত্রী। গানটি ভারতের গণ্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়াজুড়ে উন্মাদনা ছড়িয়েছিল। গানটির সুবাদে রাতারাতি তারকাখ্যাতিও পেয়েছিলেন এই অভিনেত্রী। অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর পর আবার আলোচনায় সেই ‘‘কাঁটা লাগা’’ গান, আর সঙ্গে ওঠে এসেছে তাঁর পুরোনো এক সাক্ষাৎকারে। পাশাপাশি এই গান নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন গানের নির্মাতা  রাধিকা রাও (Radhika Rao) এবং বিনয় সাপ্রু (Vinay Sapru)। 

আরও পড়ুন- Amaal Mallik on Sushant Singh Rajput: ‘সুশান্তের মতোই কার্তিকের হাল করত ওরা!’, বলিউডের গোপন তথ্য ফাঁস আমালের…

যখন গানটি শুট করা হয়, তখন শেফালির বয়স হবে আনুমানিক ১৯ বছর। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছেন তিনি। একদিন কলেজের বাইরে তাকে দেখতে পান পরিচালক রাধিকা রাও ও বিনয় সাপ্রু। আর সেখান থেকেই আচমকা ‘কাঁটা লাগা’ গানে পারফর্ম করার প্রস্তাব পান শেফালী। 

অভিনেত্রী বলেছিলেন, ‘আমি তখন কলেজে পড়ি। মা-বাবা চাইতেন আমি লেখাপড়ায় মন দিই। কিন্তু আমি পারিশ্রমিকের জন্য কাজটা করতে চেয়েছিলাম। গানটার জন্য আমি ৭ হাজার পেয়েছিলাম। আর নিজেকে টিভিতে দেখারও খুব ইচ্ছা ছিল।’

শেফালী বলেন, ‘বাবা একেবারেই রাজি ছিলেন না। তাই আগে মাকে বুঝিয়েছিলাম, পরে দুজনে মিলে বাবাকে রাজি করিয়েছিলাম। এরপর গানটা এত বড় হিট হয়ে গেল যে মনে হচ্ছিল, স্বপ্ন দেখছি। গানটা আমার জীবনটাই পুরো পাল্টে দিয়েছিল।’ কিছুদিন আগেই শোনা গিয়েছিল আবারও এই গান তৈরি করবেন নির্মাতারা। 

আরও পড়ুন- Ravi Dubey Net Worth: ইঞ্জিনিয়ারিং ছেড়ে ছোটপর্দায়! এবার ভারতের সবচেয়ে দামি ছবি রামায়ণে তিনিই লক্ষ্মণ, সম্পত্তির পরিমাণ…

সম্প্রতি এক যৌথ বিবৃতিতে শেফালীকে স্মরণ করে তাঁরা লিখেছেন, ‘গতকাল একটি প্রার্থনা সভা ছিল। শেষ বিদায়… সঙ্গে আমাদের প্রথম ফটো সেশন ‘কাঁটা লাগা’-র জন্য। তুমি সবসময় বলেছিলে যে, তুমি শুধু ‘কাঁটা লাগা গার্ল’ হয়েই থাকতে চাও। তাই আমরা কখনও সিক্যুয়েল বানাব না। আর আমরা কখনও বানাবও না। আমরা ‘কাঁটা লাগা’ গানটি নিয়ে আর কোনও কাজ করব না। এটা সবসময় তোমার ছিল। এটা সবসময় তোমারই থাকবে… শেফালী… ভালো থেকো।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version