জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: পুজো কাটতেই অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta) চলে এসেছিলেন শুটিং ফ্লোরে। চলছে পরিচালক আতিউল ইসলামের ছবি ‘বানসারা’র শুটিং। শেষ শুটিং ছিল এই ছবির‌। শেষদিনের শুটিংয়ে বিরাট বিপত্তি বনি সেনগুপ্তর।

Add Zee News as a Preferred Source

কলকাতার একটি গোডাউনে চলছিল ছবির শুটিং। ফ্লোরেই আহত হন অভিনেতা। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় হঠাৎই পায়ে চোট পান অভিনেতা। কেটে যায় গোড়ালির বেশ কিছুটা অংশ। তড়িঘড়ি প্রোডাকশনের লোকেরা অ্যান্টিসেপটিক ওষুধ নিয়ে আসেন। শুটিংয়ের মাঝে অভিনেতাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পরিচালকও। তারপরেও যদিও চলে শুটিং। এখন কেমন আছেন বনি? পরিচালক আতিউল ইসলাম জানান “এই মুহূর্তে সুস্থ আছেন বনি। তড়িঘড়ি প্রযোজনা সংস্থা তৎপরতার সঙ্গে অভিনেতার প্রাথমিক চিকিৎসা করেছেন, তাই কোনও অসুবিধা হয়নি”।

আরও পড়ুন- Asrani Net Worth: কার্পেট বিক্রি করে চলত পড়াশোনা, রাতে ভয়েস আর্টিস্ট! অভিনয়ের জোরেই কোটি কোটি টাকার সম্পত্তি আসরানির…

অভিনেতা বনি সেনগুপ্ত জানান “এই ছবির জন্য আমাকে অনেকটা নিজেকে তৈরি করতে হয়েছে। চুল কেটে ছোটো করে দিতে হয়েছে দিনের পর দিন। চরিত্রটির মধ্যে অনেক লেয়ার আছে, যা দর্শকদের অনেক চমক উপহার দেবে। এই দিন শ্যুটিং এর দিন কিছু অ্যাকশন দৃশ্যের শ্যুটিং এর সময় হঠাৎ পায়ের গোড়ালিতে চোট পাই, রক্তে পা লাল হয়ে যায়। তবে ভালো চরিত্র দর্শকদের উপহার দিতে, এই চোট একজন অভিনেতার কাছে কিছু মনে হয় না। এখন আপাতত ভালো আছি”।

প্রসঙ্গত, পুরুলিয়ার বহু জায়গায় শুটিং সেট তৈরি করে চলেছে ছবির কাজ। ঘন জঙ্গলের মধ্যে তৈরি হয়েছিল চল্লিশ ফুট দেবীর মূর্তি। ছবিতে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে দেখা যাবে ‘বড়োমা’র চরিত্রে। অন্যদিকে, বনির চরিত্রের নাম ‘অজিতেশ’। ‘বানসারা’ মূলত পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম। গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে। এই বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের নিজের হাতে সাজা দেন, এমনটাই বিশ্বাস গ্রামবাসীদের। 

আরও পড়ুন- Sushant Singh Rajput’s death case: রিয়া বাড়ি ছেড়েছিলেন ৬দিন আগে, সুশান্তের সঙ্গে ছিলেন…CBI ক্লোজার রিপোর্টে চাঞ্চল্যকর ৫ দাবি!

 দেবীর ইচ্ছে, আদেশ সবকিছু বড়মা মারফত গ্রামের সবার কাছে পৌঁছে যায়। এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরীকা দেবী। এই গ্রামের ভাল-মন্দ সবকিছু ঠিক হয় গৌরীকা দেবীর কথায়। কিন্তু এই গ্রামে হঠাৎ আসে পুলিশ অফিসার অজিতেশ। বড়মার কোন সত্যি খুঁজে বের করবে সে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version