একুশের নির্বাচনে কমিশনের নিয়ম মোতাবেক হলফনামা জমা দিতে হয়েছিল মীনাক্ষীকে। সেখানেই তাঁর শিক্ষা থেকে শুরু করে সম্পত্তি, আয়ের খতিয়ান দেওয়া হয়েছে।
মীনাক্ষীর তাঁর পড়াশোনা কুলটিতেই। এরপর ২০০৫ সালে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন এবং ২০০৭ সালে তিনি MA পাশ করেন। ২০১০ সালে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বিএড পাশ করেন।
মীনাক্ষীর হলফনামা
মীনাক্ষীর সম্পদ কত?
২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় যে হলফনামা জমা দেওয়া হয়েছিল তখন মীনাক্ষীর হাতে ক্যাশ ছিল ১৩০০ টাকা। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা সেই সময় ছিল দুটি। তার মধ্যে একটি অ্যাকাউন্টে ছিল পাঁচ হাজার টাকা এবং অপর অ্যাকাউন্টে ছিল ৮১ হাজার ১৮১ টাকা ৭২ পয়সা। তাঁর একটি বাইক রয়েছে, যার দাম সেই সময় ছিল ৪০ হাজার টাকা। তিনি যে বাড়িতে থাকেন সেটি ৪৩৫ স্কোয়ার ফুটের। পাশাপাশি পার্টি থেকে তিনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা ভাতা পান, সেই কথাও উল্লেখ করা হয়েছে হলফনামাটিতে।
এই হলফনামা মোতাবেক তাঁর কোনও বার্ষিক আয় নেই। শুধু তাই নয়, আর্থিকভাবে তাঁর উপর পরিবারের কেউ নির্ভর করছেন না বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি বিয়ে করেননি তিনি। ফলে এই প্রসঙ্গে আলাদা করে তথ্য উল্লেখ করার দরকার তাঁর পড়েনি।
মীনাক্ষীই এদিনের ব্রিগেডের ক্যাপ্টেন। তিনি কী বার্তা দেন লোকসভা নির্বাচনের আগে, সেই দিকে তাকিয়ে সব মহল। উল্লেখ্য, ইনসাফ যাত্রার পর এদিনের ব্রিগেড লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এদিন মীনাক্ষীর বাবা মনোজ মুখোপাধ্যায় এবং মা পারুল মুখোপাধ্যায় ট্রেনে করে মেয়ের ভাষণ শুনতে ব্রিগেডে আসেন। বিজয়া দশমীর পরেই ইনসাফ যাত্রার জন্য কলকাতায় চলে যান মীনাক্ষী।