বুধবার কালনার পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত হয়েছিল পিঠে পুলি উৎসব। রূপম ইসলামের শোয়ের জন্য সন্ধ্যার অনেক আগেই মাঠে বহু দর্শকরা ভিড় করেন। প্রবল ভিড়ে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয় ওই কনসার্টস্থলে। দু’জনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন তালবোনার বাসিন্দা কমলা কর্মকার এবং লক্ষণপাড়ার বাসিন্দা প্রেম দাস।
জানা গিয়েছে, অতিরিক্ত ভিড়ের জন্য অনেকে কনসার্ট স্থলে প্রবেশ করতে পারছিলেন না। তাঁরা বাইরেই অপেক্ষা করছিলেন। সেই সময়ই বিশৃঙ্খলা ছড়ায়। পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। হুড়োহুড়ি পড়ে যায় ঘটনাস্থলে।
পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রূপম ইসলামের পরপর তিনটি কনসার্টে এই ধরনের বিশৃঙ্খলার ঘটনা সামনে আসায় উঠছে একগুচ্ছ প্রশ্ন।
ঠিক কী বলছেন রূপম ইসলাম?
গায়ক কালনার অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, ‘কালনাতে আমরা সুন্দরভাবেই অনুষ্ঠান করেছি। কোথাও কোনও সমস্যা হয়নি। যা হয়েছে বাইরে হয়েছে। পুলিশ প্রশাসনের থেকে সম্পূর্ণ সাহায্য পেয়েছি।’
রূপম আরও বলেন, ‘আমি কাল (বুধবার) খুব ভালো শো করেছি। কোনও সমস্যা ছিল না।’ কনসার্টভ্যেনুর বাইরে মারপিট প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘যখন থেকে শো করছি তখন থেকেই লোকে পাঁচিল টপকান বলে জানি। এমনকী, অরিজিৎ সিংও বলেছিলেন তিনিও নাকি পাঁচিল টপকাতেন। বহু বিখ্যাত শিল্পী যাঁরা আজ তারকা তাঁদের সঙ্গে দেখা হলে বলেন, একসময় তাঁরাও নাকি আমার শো দেখার জন্য পাঁচিল ডিঙিয়েছেন। আমার শিল্পী জীবনের ছোটবেলা থেকেই তা শুনে আসছি। কাজেই এটা আমার কাছে নতুন নয়।’ কালনার শোয়ে প্রশাসনের থেকে পূর্ণ সহযোগিতা পেয়েছেন বলে জানান এই শিল্পী।
এদিকে আয়োজকদের কথায়, ‘সাধারণ মানুষের সুরক্ষায় যাবতীয় পদক্ষেপ করা হয়েছিল। সাহায্য করেছিল পুলিশ প্রশাসনও।’
