ফের অসুস্থ কামারহাটির বিধায়ক মদন মিত্র। মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। আচ্ছন্ন অবস্থায় এদিন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

শুক্রবার বিকেলে ফের হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র। রক্তে হিমোগ্লোবিন কমে গিয়েছে বিধায়কের বলে জানতে পারা গিয়েছে। কিছুটা অসংলগ্নতা ছিল তাঁর। সেই কারণে তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত তাঁকে এমারজেন্সি বিভাগে রেখে চিকিৎসা করা হচ্ছে। তাঁর একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

হাসপাতাল সূত্রে খবর, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সৌরীন পঞ্জার অধীনে তাঁর চিকিৎসা চলছে। মুকুন্দপুরের বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভয়াবহ অ্যানিমিয়ায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। হিমোগ্লোবিনের পাশাপাশি তাঁর রক্তে ক্যালসিয়ামের মাত্রাও অস্বাভাবিক রকমের কম। ফলে তাঁর হাড় ভঙ্গুর হয়ে পড়েছে বলেও খবর। কথাবার্তাও সামান্য অসংলগ্ন। আশঙ্কা, রাখতে সোডিয়াম-পটাসিয়ামের ভারসাম্যও বিঘ্নিত হয়ে থাকতে পারে।

গত ডিসেম্বর মাসেই প্রায় ২২ দিনের জন্য হাসপাতালে ছিলেন তিনি। ডিসেম্বরের মাসের শুরুতে হাসপাতালে ভর্তি হন তিনি। শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে যান তিনি। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করার পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। এরপর থেকে টানা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
এরপর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় খিঁচুনি ধরে তাঁর। হাসপাতালের বেড থেকে পড়ে গিয়ে কাঁধে চোট লাগে তাঁর।
এরপর গত ১৩ ডিসেম্বর কাঁধে অস্ত্রোপচার হয় তাঁর। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তৃণমূল বিধায়ক। প্রায় ২২ দিন হাসপাতালে কাটানোর পর গত ২৬ ডিসেম্বর হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে। যদিও হাসপাতাল থেকে বের হওয়ার সময় মদন মিত্র নিজে জানিয়েছিলেন, তিনি খুব একটা ভালো নেই।

Adhir Ranjan Chowdhury News: ‘তাপস দুর্নীতি করেছে বলে বিশ্বাস হয় না…’, তৃণমূল বিধায়ককে নিয়ে মন্তব্য অধীরের
একের পর এক রাজনৈতিক কর্মসূচি বাতিল করা হয় তাঁর। গত কয়েক সপ্তাহে কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে। এতদিন ধরে বাড়িতেই বিশ্রামে ছিলেন তিনি। চিকিৎসকরা তাঁকে বাড়িতে বিশ্রামের জন্য উপদেশ দিয়েছিলেন। তবে টানা বিশ্রামের পর শুক্রবার ফের কিছুটা অসুস্থতাবোধ করেন তিনি। ঝুঁকি না নিয়ে তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version