জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘কাজের ক্ষেত্রে যদি কেউ ১ পয়সা দিয়ে থাকেন, তাহলে পদত্যাগ করব’। বাড়িতে ম্যারাথন ইডি-তল্লাশি শেষে হুঁশিয়ারি দিলেন দমকলমন্ত্রী সুজিত বোস। বললেন, ‘আমি দমকলমন্ত্রী। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, ফোনটা পর্যন্ত বাজেয়াপ্ত করেছে’।

পুর নিয়োগে দুর্নীতিতে এবার নজরে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বোস! ভোর থেকে রাত। লেকটাউনে মন্ত্রীর দুটি বাড়িতে ১৪ ঘণ্টা তল্লাশি চালালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কবে? আজ, শুক্রবার।

এদিকে ইডি তল্লাশি শেষ হতেই জনজোয়ারে ভেসে গেলেন মন্ত্রী। উঠল ‘সুজিত বোস, জিন্দাবাদ’ স্লোগানও! বাড়ির দোতলার বারান্দা দাঁড়িয়ে হাত নাড়াতে দেখা গেল তাঁকে। এরপর এলাকার একটি ক্লাবঘরে শুরু হল সাংবাদিক সম্মেলন।

সুজিত বোস বলেন, ‘আজকে স্বামীজির জন্মদিন। সকাল থেকে আমার বহু কর্মসূচি ছিল। আমি কর্মসূচি যখন বেবোব, সকাল সাতটার সময়ে সময়ে ছেলে বসে ইডি এসেছে বাড়িতে। আমি ইডি অফিসারদের বলেছিলাম, আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। আপনাদের যা জানার আছে, সবরকম সাহায্য করতে প্রস্তুত আছি। দয়া করে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবেন। যাই হোক, ওদের যা পদ্ধতি আছে, করেছে। কিন্তু আমাকে বহু কর্মসূচি বাতিল করতে হয়েছে’।

সবিস্তারে আসুন….

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version