বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে শুক্রবার সকালে অভিযান চালিয়েছিল ED। এরপর প্রায় দশ ঘণ্টার বেশি সময় ধরে তলে তল্লাশি। এদিন সন্ধ্যা ৬টা নাগাদ তাঁর বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারীরা। এরপরেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন তাপস রায়।

তিনি বলেন, ‘ওরা ভোরে এসেছিল। যা বলার ওরা বলবে। একটি টিম আসে। ইডি যে কারণে সেই কারণে এসেছিল।’ তাঁর কথায়, ‘আমার কোনও রকম কোনও নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনও জড়িত থাকার সুযোগ ছিল না, জড়িত নয়ও। আমি এই নিয়ে কিছু বলতে পারব না। যা বলার ওরা বলবে। আমি আমার রাজনৈতিক জীবনে কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না, আজও নেই। আমার কিছু বলার নেই। আমার মনে হয় রাজনীতি করি বলে হয়তো এই তল্লাশি। আমার মোবাইলটা নিয়ে গিয়েছে।’

অনেক সময় নেতা মন্ত্রীদের কাছে গিয়ে নিজের আপনজনদের জন্য অনুরোধ করেন অনেকেই। সেই সম্পর্কিত কিছু নথিও গোয়েন্দারা নিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন তাপস রায়। তবে ‘এজেন্সি রাজনীতি’ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে যা বলার বলবেন বলে জানান তিনি।

Sujit Bose Son : ‘এখন কিছু বলব না’ বললেন সুজিত পুত্র

উল্লেখ্য, এখনও সুজিত বসুর বাড়িতে তল্লাশি চলছে। শুক্রবার সকাল ৭টা নাগাদ রাজ্যের দমকলমন্ত্রীর বাড়িতে গিয়েছিল ইডি। জানা গিয়েছে, পুরনিয়োগ দুর্নীতিতেই এই তৎপরতা। তাঁর বাড়িতে এখনও তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। এদিকে দক্ষিণ দমদমের কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে যান ED আধিকারিকরা। তাঁরা চলে যাওয়ার পর সুবোধ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি চেয়ারম্যান থাকাকালীন চাকরি হয়েছে। তবে কোনও সুপারিশ হয়নি বা আসেনি। নিয়ম মোতাবেক নিয়োগ করা হয়েছে। অভিযোগ উঠতেই পারে।’ তিনি বলেন, ‘রাজনৈতিক চক্রান্ত চলছে। নিয়ম মেনে নিয়োগ হয়েছে।’

Sujit Bose Son : সুজিত বোসের ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরল ED, কী বললেন মন্ত্রীপুত্র?
তাঁর ছেলে এবং মেয়ে যোগ্যতার ভিত্তি চাকরি পেয়েছে বলে দাবি করেন তিনি। ED তলব করলে তিনি যাবেন বলেও জানান। তৃণমূল নেতা এবং মন্ত্রীদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা নিয়ে সুর চড়ান যুব তৃণমূল কংগ্রেস রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। উত্তর হাওড়ার পিলখানায় বিবেক যাত্রার উদ্বোধনে তিনি বলেন বিজেপি রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে লড়তে পারছে না। তাই ইডি এবং সিবিআইকে পাঠাচ্ছে। তদন্ত তদন্তের মতো চলবে বলেও মন্তব্য তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version