মেট্রোর লাইনে আচমকাই পড়ে গেলেন এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা স্টেশন চত্বরে। যদিও মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় উদ্ধার করা গিয়েছে তাঁকে। ঘটনার জেরে তাঁর দেহে সামান্য কিছু আঘাত লাগে। তাঁকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়।

এসএসকেএম থেকে ফেরার পথে বিপত্তি
জানা গিয়েছে, সোমবার দুপুর ৩টে ৪ নাগাদ রবীন্দ্রসদন স্টেশনে পৌঁছন ওই যুবক। এসএসকেএম হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে আসছিলেন তিনি। সেই সময় আচমকাই কোনওভাবে আপ লাইনে পড়ে যান ব্যারাকপুরের বাসিন্দা ওই যুবক। বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশনে উপস্থিত অন্যান্য যাত্রীদের মধ্যে। একইসঙ্গে তৎপর হন মেট্রো কর্মীরাও। জরুরি ভিত্তিতে ৩টে ৬ মিনিটে রবীন্দ্রসদন থেকে পার্কস্ট্রিট আপ লাইনে পাওয়ার ব্লক করা হয় এবং ওই যুবককে উদ্ধার করে স্টেশন মাস্টারের ঘরে নিয়ে যাওয়া হয়। ঘটনায় মেট্রোর এক কর্তা বলেন, ‘সেই সময় মেট্রো খুব কাছেই ছিল, আমরা পাওয়ার ব্লক নিয়েছি, ড্রাইভার ব্রেক কষেছে। আমরা বাঁচিয়েছি।’

কিছুক্ষণ নিয়ন্ত্রিত হয় মেট্রো চলাচল
এই ঘটনার জেরে অল্পবিস্তর চোট আঘাত লাগে ওই যুবকের। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ৩টে ৩৫ নাগাদ মায়ের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। তাঁর জীবন বাঁছানোর জন্য মেট্রো কর্মীদের ধন্যবাদও জানিয়েছে ওই যুবক। এই ঘটনার জন্য ৩টে ১০ থেকে ৩টে ১৩ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রণ করা হয় মেট্রো পরিষেবা। প্রসঙ্গত কলকাতা মেট্রোতে এর আগে বিভিন্ন সময় ঘটে গিয়েছে আত্মহত্যার ঘটনা। কখনও আবার তাঁদের জীবিত অবস্থাতেই উদ্ধার করা গিয়েছে। কিন্তু এদিনের ঘটনা ছিল একেবারেই অন্যরকম। ঘটনায় হৃদকম্প চরমে ওঠে স্টেশনে উপস্থিত যাত্রীদের। যদিও শেষ পর্যন্ত মেট্রো কর্মীদের তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে।

প্রসঙ্গত, কলকাতা মেট্রো সর্বক্ষণই মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তৎপর। উত্তর – দক্ষিণ, পূর্ব – পশ্চিম বা জোকা – তারাতলা ছাড়াও আরও একাধিক রুটে চলছে মেট্রোর কাজ। এমনকী পূর্ব – পশ্চিম বা জোকা – তারাতলা লাইনে সম্প্রসারণের কাজও চলছে। উৎসব, পার্বন বা বিশেষ দিনেও স্পেশ্যাল পরিষেবা দেয় কলকাতা মেট্রো। যেমন সম্প্রতি আন্তর্জাতিক কলকাতা বইমেলার জন্যও বিশেষ সার্ভিস ঘোষণা করা হয়েছে মেট্রোর পক্ষ থেকে। সেক্ষেত্রে ইস্ট – ওয়েস্ট করিডোরে যেমন বেশি সময় পর্যন্ত চলবে মেট্রো, তেমনই রবিবারেও পাওয়া যাবে পরিষেবা। যার ফলে বই প্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেরই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version