এই সময়, মেদিনীপুর: পেশায় শিক্ষক ঘাটালের এক তৃণমূল নেতার উদ্দাম নৃত্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘাটালের আইএনটিটিইউসি-র জেলা সভাপতি সুশান্ত মণ্ডলের নাচ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ঘাটালের ঘোলাপান্নায় বুধবার ‘দাবাং কাপ’ ফুটবল খেলার শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন উদ্যোক্তারা।

সেই সাংস্কৃতিক মঞ্চে নাচতে থাকেন শাসকদলের ওই নেতা। শিক্ষক এবং শাসক দলের নেতার সেই ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী রাজনৈতিক দলের নেতারা।

ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ‘এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এটাই ওদের কালচার।’ তৃণমূল নেতা সুশান্ত মণ্ডল অবশ্য স্বীকার করেছেন, ‘এমন ঘটনা না ঘটলেই ভালো হতো। আসলে সারাদিন খেলার শেষে আমরা নিজেরা সন্ধ্যায় একটা নাচের আয়োজন করেছিলাম। সেখানে আমরা নিজেরা একটু নাচানাচি, আনন্দ করেছি। সেই ছবি কেউ তুলে ভাইরাল করবে তা ভাবিনি।’ দলেরই কেউ ওই নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে! তিনি বলেন, ‘পিছনে লাগার লোকের তো অভাব নেই।’

তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত বলেন, ‘নাচ মানেই খারাপ নয়। বিরোধীরা সব কিছুতেই রাজনীতি খুঁজছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version