এই সময়, সুতি: ইস্তফা দিলেন সুতির গোঠা এ আর হাইস্কুলের এক শিক্ষক। স্কুলের পরিচালন সমিতির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন শিক্ষক আব্দুর রকিব। স্কুলের প্রধান শিক্ষক মারফত বহরমপুরের ডিআই অফিসে পদত্যাগপত্র জমা করা হয়। অন্যের নিয়োগপত্র নকল করে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেই গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তেওয়ারি ও তাঁর পুত্র অনিমেষ তেওয়ারিকে সিআইডি গ্রেপ্তার করেছে।

এবার শিক্ষক আব্দুর রকিব হঠাৎ ইস্তফা দেওয়ায় একাধিক প্রশ্ন উঠছে। অন্যের নিয়োগপত্র নকল করে তিন বছর ধরে মুর্শিদাবাদের সুতির গোঠা এ আর হাইস্কুলে শিক্ষকতা করছিলেন প্রধান শিক্ষক আশিস তেওয়ারির পুত্র অনিমেষ তেওয়ারি। ভুয়ো শিক্ষক পদে নিয়োগ করার অভিযোগে হাইকোর্টের নির্দেশে সিআইডি তদন্ত শুরু করে।

অভিযুক্ত প্রধান শিক্ষক আশিস তেওয়ারি ও পুত্র অনিমেষকে সিআইডি গ্রেপ্তার করেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন ডিআই পূরবী দে বিশ্বাস-সহ বহরমপুর শিক্ষাভবনের দু’জন ক্লার্ককেও এর আগে গ্রেপ্তার করেছে সিআইডি। তবে কি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত থাকার কারণেই শিক্ষক আব্দুর রকিবের ইস্তফা? উঠছে একাধিক প্রশ্ন।

School In West Bengal : এখনও পাঠ্যবই এল না, চিন্তায় বহু স্কুল কর্তৃপক্ষ
গোঠা এ আর হাইস্কুলের টিআইসি মহিদুল ইসলাম বলেন, ‘আব্দুর রকিব নিয়মিত স্কুলে আসতেন। তবে ব্যক্তিগত কারণেই তিনি ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন। ওঁর পদত্যাগপত্র ডিআই অফিসে জমা দেওয়া হয়েছে।’ স্কুলের পরিচালন সমিতির সভাপতি সানোয়ার হোসেন বলেন, ‘আব্দুর রকিব আমাকে ইস্তফাপত্র দিয়েছেন। প্রধান শিক্ষক মারফত ইস্তফাপত্র ডিআইকে জমা দেওয়া হয়েছে।’

ডিআই অমরকুমার শীল বলেন, ‘গোঠা এ আর হাইস্কুলের শিক্ষক আব্দুর রকিবের ইস্তফাপত্র আমি পেয়েছি। কী কারণে ইস্তফা দিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version