দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে আলো ফুল মালায় সাজিয়ে তোলা হয়েছে গোটা অযোধ্যাকে। বিভিন্ন রাজ্যের সংস্কৃতি মিলে মিশে একাকার অযোধ্যায়‌।

অন্যদিকে, সোমবার রামমন্দির উদ্বোধনে অযোধ্যায় একাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কারণে ইতিমধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে। এককথায় উৎসব মুখর গোটা অযোধ্যা।

এদিকে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল, আলো পৌঁছেছে অযোধ্যায়। বাদ যায়নি হাওড়া জেলার বাগনান। বাঁকুড়দহ গ্রাম থেকে ঘাসের গালিচা ও বাহারি ফুল গাছ পৌঁছেছে অযোধ্যায়। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের এক নার্সারিতে দেওয়া হয়েছিল অর্ডার। বাঁকুড়দহ গ্রামের নার্সারির মালিক ভবেশ খাঁড়া ১৮ হাজার স্কোয়ারফুটের ঘাস অযোধ্যায় পাঠানো হয়।

পাশাপাশি বিভিন্ন ধরনের সাত হাজার ফুলের গাছ পাঠিয়েছেন তিনি। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে ফুল গাছের ব্যাবসার সঙ্গে যুক্ত রয়েছেন ভবেশ খাঁড়া। তিনি জানান, গত ১৫ জানুয়ারি বাংলা থেকে ঘাস ও গাছ পাঠানো হয়েছে অযোধ্যার উদ্দেশে। সেখানে ঘাস ও গাছ বসানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকেও। কিন্তু, সময়ের অভাবে তিনি যেতে পারেননি বলে জানান। তবে রামমন্দির উদ্বোধনের পর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অযোধ্যায় যাওয়ার পরিকল্পনার কথা জানান ভবেশ খাঁড়া।

নিজের হাতে এই ঘাস লাগাতে না পারার আফসোস রয়েই গিয়েছে তাঁর। তবে তাঁর নার্সারির ঘাস রামিমন্দির লাগোয়া এলাকাতে লাগানো হচ্ছে ভেবে তাঁর ভালো লাগছে বলে জানান ভবেশ খাঁড়া।

উল্লেখ্য, রাম মন্দির নির্মাণে বিশেষ নজর দেওয়া হয়েছে। অতি সুক্ষ্ম জিনিসপত্রের উপরেও দেওয়া হয়েছে বিশেষ নজর। রামের দুটি মূর্তি উত্তর ২৪ পরগনার এক শিল্পীর থেকে নিয়ে যাওয়া হয়েছে। যদিও তা রামমন্দিরের কোথায় প্রতিস্থাপিত করা হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

ইতিমধ্যেই রামমন্দির উদ্বোধনের জন্য যাবতীয় প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। চলছে কাউন্টডাউন। রাত পোহালেই সেই বিশেষ দিন। কঠোর তপস্যা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাত ধরেই প্রাণ প্রতিষ্ঠা হবে রাম লালার।

Ayodhya Ram Mandir : উদ্বোধনের আগে ফুলে সেজে উঠছে অযোধ্যার রাম মন্দির

Ram Mandir Ayodhya : রামের আরাধনা করেই পুত্র সন্তান লাভ, বাঁকুড়ার মুখোপাধ্যায় পরিবারেও পুজোর জোর প্রস্তুতি
সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ অযোধ্যায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর বেলা ১২টা নাগাদ তিনি অযোধ্যার রামমন্দিরে পৌঁছবেন এবং তারপর শুরু হবে মূল অনুষ্ঠান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version