বরানগরের বুকে সাতসকালে উদ্ধার মাথার খুলি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। দ্রুত খবর যায় বরানগর থানায়। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছয় পুলিশ। উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মাথার খুলিটিকে। কী ভাবে খুলিটি ওই জায়গায় এল, সেই বিষয়টি খতিয়ে দেখছে বরানগর থানার পুলিশ।

জানা গিয়েছে, প্রতিদিনের মত রবিবারও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এলাকার মানুষজন। সেই সময় হঠাৎই বরানগর বিধান পার্ক এলাকায় রাস্তার পাশের জমিতে মানুষের মাথার ওই খুলিটি নজরে আসে স্থানীয়দের। নিমেষে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বরানগর থানায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বরানগর থানার পুলিশ আধিকারিকরা। মাথার খুলিটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ওই জায়গায় কোথা থেকে আসল মাথার খুলি, কেউ বা কারা ওই অঞ্চলে খুলিটি ফেলে দিয়ে গিয়েছে কি না, সেই সমস্ত তৈরি হয়েছে প্রশ্ন। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই খোঁজখবর শুরু করেছেন বরানগর থানার পুলিশ আধিকারিকরা।

প্রসঙ্গত, গত নভেম্বর মাসে বাগুইআটির একটি ফ্ল্যাট থেকে ড্রামবন্দি অবস্থায় একটি কঙ্কাল উদ্ধার হয়। জানা যায়, প্রায় ২ বছর ধরে বন্ধ অবস্থায় পড়েছিল ওই ফ্ল্যাটটি। আর সেই ফ্ল্যাটেরই বাথরুমের মধ্যে ড্রামবন্দি করে রাখা ছিল দেহটি। দীর্ঘদিন ধরে ড্রামবন্দি থাকায় দেহটি কঙ্কালে পরিণত হয়। সেই সময় বাড়ির মালিক পেশায় চিকিৎসক গোপাল মুখোপাধ্যায় জানিয়েছেন, আগে একটি নেপালি দম্পতি ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ২০১৮ সালে তাঁরা ফ্ল্যাটটি ভাড়া নেন। তারপর ২০২১ সাল নাগাদ তাঁরা হঠাৎই উধাও হয়ে যান। যদিও, বাড়িতে না থাকলেও মালিকের ভাড়া যথা সময়ে মিটিয়ে দেওয়া হত। তবে কঙ্কাল উদ্ধারের আগে তিন মাস আর কোনও ভাড়া দেওয়া হয়নি।

লাগাতার তিনমাস ধরে ভাড়া না পেয়ে বাড়ির মালিক ধরেই নিয়েছিলেন যে ওই দম্পতি আর ফিরবেন না। বাধ্য হয়ে এক সময় ঘরের তালা ভেঙে পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেন তিনি। আর সেই সময়ই একটি ড্রামের ভিতর থেকে পচা দুর্গন্ধ পান। ড্রামটির মুখ সিমেন্ট দিয়ে সিল করা ছিল। বিষয়টি দেখে সন্দেহ হওয়াতেই পুলিশের দ্বারস্থ হন বাড়ির মালিক। খবর পেয়ে পুলিশ গিয়ে ড্রাম থেকে ওই কঙ্কাল উদ্ধার করে। সেই ঘটনার কয়েক মাস পরেই এবার বরানগর থেকে পাওয়া গেল মাথার খুলি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version