সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে নানা মুণির যখন নানা মত। তখন সুর সম্রাটের দুবাইয়ে বাড়িতে সংকীর্তনের আসরের ভিডিয়ো। সামনে আসতেই ফের শুরু আলোচনা। ফের একবার মনে পড়ে যায় শ্রী রামকৃষ্ণের বাণী। যত মত তত পথ, রাম হোক, কৃষ্ণ হোক বা মহম্মদ হোক। সে পথেই যাবে শেষে ঈশ্বরকেই পাবে। যে ঈশ্বরের কাছে জাত ধর্মের বিবাদ নেই, বিভেদ নেই। আর যাঁরা শিল্পী, তাঁরা তো ঈশ্বরের বরপুত্র বরকন্যা (Kirtan at AR Rahman House)। তাঁদের জীবনে একটাই ধর্ম… সে হল শিল্পের সাধনা। দুবাইয়ে এ আর রহমানের বাড়িতে যখন বৈষ্ণবী অচ্যুতা গোপী তাঁর সহশিল্পীদের সঙ্গে কীর্তন করেন, রহমানের নিজের কথাতেই ভালোবাসার আলো জ্বলে ওঠে চারদিকে। আসুন দেখে নিন সেই ভাইরাল হওয়া ভিডিয়ো। Watch The Bengali Video.