জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: তৃতীয়বার বিয়ে সেরেছেন পাক ক্রিকেটার শোয়েব মালিক। একথা কারোরই অজানা নয়। পাক অভিনেত্রীকে বিয়ে করেছেন তিনি। তাঁর এই বিয়ের খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়াতে উঠেছিল ঝড়। সমালোচনার ঝড় উঠলেও এই বিষয়ে মুখ খোলেননি শোয়েব।

আরও পড়ুন: Mayank Agarwal: জল ভেবে বিষ? হাসপাতালের বেড থেকে মুখ খুললেন মায়াঙ্ক

তবে এবার সকলকে চমকে দিয়ে, সেই বিষয়ে মুখ খুললেন পাক ক্রিকেটার। এক ইন্টারভিউতে শোয়েব জানান, ‘আপনার মন যা চায় সেটিই করা উচিত। লোকে কী মনে করবে সেসব ভাবার কোনো প্রয়োজন নেই। লোকে কী বলবে তাতে কর্ণপাত না করে আপনি আপনার কাজ করুন। এতে আপনার ১০ বছর লাগুক আর ২০ বছর লাগুক।‘

শোয়েব মালিক এবং সানিয়া মির্জা, বেশ কয়েক বছর বিবাহ বন্ধনে জড়িয়ে ছিলেন তাঁরা। হঠাৎ করে শোয়েবের তৃতীয় বিয়ে হওয়ার কারণে অনুরাগীরা সানিয়াকে নিয়ে চিন্তা প্রকাশ করেছে। কেন তাঁদের বিচ্ছেদ হল, সেই নিয়েও সকলে মনেই জল্পনা গড়ছিলেন। শোয়েবের দিদি নিজে সানিয়ার হয়েই কথা বলেন। শোয়েলের বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার কারণেই এই বিচ্ছেদ হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: Shikhar Dhawan: ‘একবার জড়িয়ে ধরতে চাই ওকে’! ভেঙে পড়লেন সন্তানবিচ্ছিন্ন বাবা

২০১০ সালে বিয়ে করেন তাঁরা। শোয়েব মালিক কে ভারতের হায়দ্রাবাদে বিয়ে করেছিলেন সানিয়া। ২০১৮ সালে তাঁদের সংসারে পুত্রসন্তান আসে। গত বছর বিচ্ছেদ হয় তাঁদের। সানিয়াকে বিয়ের আগে আয়েশা নামক এক মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে যুক্ত ছিলেন শোয়েব, এমনটাই জানতে পারা যায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version