জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:পুনম পাণ্ডের এজেন্সি গত সপ্তাহে অভিনেত্রীর মৃত্যুর ভুয়ো খবর পরিকল্পনার জন্য ক্ষমা চেয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করেন পুনমের এজেন্সি। সংস্থাটি বলেন যে, ‘অভিনেত্রীর মৃত্যুর মিথ্যা খবর দিয়ে তারা সারভিকাল ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে চায়।’

অভিনেত্রীর এই কুৎসিত স্টান্ট নিয়ে শুক্রবার সিনে ওয়ার্কাস পুনমের বিরুদ্ধে এফআইআর দাবি করে একটি বিবৃতি জারি করে। এরই প্রতিক্রিয়ায় বিতর্কিত প্রচারণার জন্য দায়ী সংস্থা শবাঙ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চায়।

আরও পড়ুন:Pariah: ছবির অভিনব প্রচারে বিক্রম, এত সহিংসতা দেখে ছবিকে কী সার্টিফিকেট দিল সেন্সর বোর্ড?

শবাঙ-এর অফিসিয়াল হ্যান্ডেল ক্ষমা চেয়ে একটি পোস্ট শেয়ার করে। তাতে লেখেন, ‘হ্যাঁ, আমরা আমরা হওটারফ্লাই-এর সহযোগিতায় সার্ভিকাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যছ পুনম পাণ্ডের উদ্যোগে জড়িত ছিলাম।  শুরুতেই, আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি– বিশেষ করে যারা ক্যানসারে আক্রান্ত বা যাদের প্রিয়জন ক্যান্সারে কষ্টের মধ্যে আছে।’

তারা আরও লেখেন, ‘আমাদের পদক্ষেপগুলি সার্ভিকাল ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি একক মিশন। ২০২২ সালে, ভারতে ১২৩,৯০৭ সার্ভিকাল ক্যান্সারে আক্রান্ত এবং ৭৭,৩৪৮ জনের এই রোগে মৃত্যুও হয়েছে। ব্রেস্ট ক্যানসারের পরে, সার্ভিকাল ক্যানসার হল দ্বিতীয়-সবচেয়ে ঘন ম্যালিগন্যান্সি যাতে ভারতের মধ্যবয়সী মহিলারা আক্রান্ত হয়।’

আরও পড়ুন:Neel-Trina: তৃতীয় বিবাহ বার্ষিকীতে ফের ছাদনাতলায় নীল-তৃণা! কোথায় কাটালেন বিশেষ দিন?…

পুনম পাণ্ডের এই কাণ্ডটিকে ন্যায্যতা দেওয়ার জন্য সংস্থাটি দাবি করেছে যে, অভিনেত্রীর মা ক্যানসারের সঙ্গে লড়াই করেছিলেন। 
প্রসঙ্গত, সংস্থা আরও লেখেন, ‘আপনারা অনেকেই হয়তো জানেন না কিন্তু পুনমের মা সাহসিকতার সঙ্গে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। ব্যক্তিগতভাবে এই ধরনের রোগের সঙ্গে লড়াই করার চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়ার পরে, তিনি প্রতিরোধের গুরুত্ব এবং সচেতনতার সমালোচনা বোঝেন, বিশেষ করে যখন একটি ভ্যাকসিন পাওয়া যায়।’

আরও পড়ুন:Vijay ‘Thalapathy’: অভিনয় ছাড়ছেন বিজয়, করলেন ধামাকা ঘোষণা…

‘যখন আমাদের মাননীয় অর্থমন্ত্রী কয়েক দিন আগে কেন্দ্রীয় বাজেটের সময় এটি উল্লেখ করেছিলেন, তখন দেখা যায় সার্ভিকাল ক্যানসার সম্পর্কে মানুষের কৌতূহল কোনদিন পরিবর্তন হয়নি। পুনমের এই স্টান্টটির জন্য এখন ‘সার্ভিকাল ক্যানসার’ নিয়ে গুগলে সবথেকে বেশি সার্চ করা হয়েছে। এই দেশের ইতিহাসে এই প্রথম ‘সার্ভিকাল ক্যানসার’ শব্দটি ১০০০-বেশি হেডলাইনে হয়েছে।’

শুক্রবার, পুনম পাণ্ডের টিম সোশ্যাল মিডিয়ায় জানায় যে, অভিনেত্রী নাকি সার্ভিকাল ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পুনমের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে বলিউড ইন্ডাস্ট্রিতে। কিন্তু অভিনেত্রীর এই মিথ্যে মৃত্যুর খবরের ছড়ানোর জন্য কটাক্ষের শিকার হতে হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version