দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃত্যু। দুর্গাপুরের ফুলজোর সংলগ্ন এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল রবিবার সন্ধ্যায়। প্রথম বর্ষের বিবিএ-র ছাত্র গুসকরা এলাকার বাসিন্দা রাজদীপ সরকার। রবিবার কলেজের মধ্যেই তাঁর রহস্যময় মৃত্যু হয়। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবার।
মৃত ছাত্রের বাবা দেবাশিস সরকার জানান, তাঁর পুত্র রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ নিজের মায়ের সঙ্গে কথাও বলেছিলেন। ফোনে স্বাভাবিক কথা হয় দুইজনের মধ্যে। হঠাৎ করে তাঁর ঘণ্টা তিনেক পর দুপুর নাগাদ কলেজ থেকে একটি ফোন যায় তাঁর ফোনে। তাঁকে জানানো হয়, যে তার সন্তান অসুস্থ। বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তড়িঘড়ি দুর্গাপুরের বিধাননগরের ওই হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। হাসপাতালে এসে জানতে পারেন তাঁদের সন্তান মারা গিয়েছেন।
এরপরেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গর্জে ওঠে পরিবার। তাঁদের অভিযোগ, মৃতদেহে ক্ষত চিহ্ন রয়েছে। তাই পরিবারের তরফ থেকে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ তুলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, একটি জলজ্যান্ত ছেলে কীভাবে মারা যেতে পারে। তাঁর কোনও অন্যরকম শারীরিক অসুস্থতা ছিল না। তাঁদের ধারণা, কলজের মধ্যে কিছু একটি ঘটনা ঘটেছে। যে কারণে অসুস্থ হয়ে পড়েছে তাঁদের পুত্র। এরপর হাসপাতালে নিয়ে আসার পর তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনায় কলেজ কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কী ভাবে ওই ছাত্রের মৃত্যু হল, সেটা তদন্ত করে দেখা হবে।