এত কিছুর পরেও মুখ্যমন্ত্রী নিজে কেন সন্দেশখালি যাচ্ছেন না? মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কেন অত্যাচারিত মহিলাদের কথা গিয়ে শুনছেন না? সন্দেশখালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ অধীর রঞ্জন চৌধুরীর। সন্দেশখালি স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ অত্যাচারের ‘নিকৃষ্টতম’ উদাহরণ বলে ব্যাখ্যা প্রদেশ কংগ্রেস সভাপতির।

মঙ্গলবারও দিনভর সরগরম ছিল সন্দেশখালি। একদিকে, রাজ্য পুলিশের বিশেষ পুলিশ টিম এদিন সন্দেশখালিতে গিয়ে হাজির হয়। অন্যদিকে, জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা এদিন সন্দেশখালি যান। তবে সকাল থেকে ১৪৪ ধারা জারি থাকার কারণে রাজনৈতিক কোনও সমাবেশ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে হাইকোর্টের অবশ্য ১৪৪ ধারা বাতিল করা হয়। পুলিশের ভূমিকা নিয়ে প্রতিবাদ জানিয়ে এদিন অধীর বলেন, ‘পুলিশ এখানে দেখাচ্ছে যেন নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে। পুলিশ নিরপরা মানুষকে ধরতে পারে। আর আপদকে ধরতে পারে না। সন্দেশখালির আপদগুলিকে ধরতে পারে না।’

তবে পুরো ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন অধীর। গতকাল হুগলি জেলায় আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাওয়ার আগে জানিয়ে যান, এই ঘটনায় যাঁরা জড়িত তাঁরা সবাই গ্রেফতার হবে। তিনি জানান, ওখানে অশান্তি করায় যাঁরা প্ররোচনা দিয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সবাইকেই গ্রেফতার করা হবে।

তবে গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর। এদিন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে অধীর বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে একবার যান, আপনি তো একজন মহিলা। আপনি ওখানে গিয়ে মহিলাদের কাছে শুনুন, কী ভাবে আপনার দলের লোকেরা অত্যাচার চালিয়েছে তাঁদের উপর। তাঁদের উপর সমস্ত রকমের অত্যাচার করেছে। তাঁদের মুখ থেকে গিয়ে শুনে আসুন।’

Sandeshkhali : ‘আদালত বিচলিত…’, সন্দেশখালির ঘটনায় হস্তক্ষেপ হাইকোর্টের, রাজ্যের কাছে রিপোর্ট তলব
সন্দেশখালির ঘটনা নিয়ে এদিন জেলায় জেলায় বিক্ষোভ দেখিয়েছে সিপিএম এবং বিজেপি নেতৃত্ব। বসিরহাট পুলিশ সুপার অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছিল বিজেপি। সুকান্ত মজুমদারের নেতৃত্বে পুলিশ সুপার অফিস অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পাশাপাশি, এই ঘটনার প্রতিবাদে কলকাতায় বিদ্বজন্দের একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। তৃণমূলের মন্ত্রী পার্থ ভৌমিক সহ তৃণমূলের একটি প্রতিনিধি দল এদিন সন্দেশখালি যায়। গতকালই সন্দেশখালির ঘটনায় ধৃত স্থানীয় তৃণমূল নেতা উত্তম সর্দার এবং বিজেপি নেতা বিকাশ সিং জামিন পেয়েছেন। এরপর ফের রাতে পুলিশ তাঁদের গ্রেফতার করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version