এই সময়, বসিরহাট: সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বসিরহাট আদালত। তবে সন্দেশখালির হিংসার উস্কানির অভিযোগে ধৃত তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দার ও বিজেপির বিকাশ সিংহ এ দিন জামিন পান। জামিন পেলেও অন্য মামলায় দু’জনকে ফের গ্রেপ্তার করে পুলিশ।

বিকাশকে কার্যত বিজেপির কর্মী-সমর্থকদের হাত থেকে ছিনিয়ে আনতে হয় পুলিশকে। পরে বিজেপি কর্মী-সমর্থকরা বসিরহাটে পথ অবরোধ করেন। এ দিনই আবার এক আইনজীবীকে গ্রেপ্তার ও এক মহিলা আইনজীবীকে পুলিশি নিগ্রহের অভিযোগে মঙ্গলবার বসিরহাট কোর্টে কর্মবিরতির ডাক দিয়েছে বার অ্যাসোসিয়েশন।

সন্দেশখালিতে শনিবার রাতে গন্ডগোল পাকানোর অভিযোগে বিকাশ সিংহ ও উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছিল। রবিবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলে পুলিশ। কিন্তু সময়ে প্রয়োজনীয় নথি পুলিশ আদালতে জমা না করায় বেঁকে বসেন আইনজীবীরা। পরে দুই আসামিকে বিচারক এক দিনের জেল হেফাজতে পাঠান।সোমবার ফের উত্তম ও বিকাশকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসে পুলিশ। কিন্তু এ দিন কেস ডায়েরি আনতে দেরি হয়। বিচারক তা আনার জন্য পুলিশকে নির্দিষ্ট সময় বেঁধে দেন। বিকেল চারটের পর সওয়াল-জবাব শুরু হয়। সন্ধ্যায় বিচারক দুই অভিযুক্তকে দু’হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর উত্তম সেরেস্তায় তাঁর আইনজীবীর সঙ্গে বসেছিলেন। রাত আটটা নাগাদ সেখান থেকে তাঁকে ফের গ্রেপ্তার করে পুলিশ। এ বার পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। একই অভিযোগে, প্রায় একই সময়ে আদালত চত্বরের মূল ফটকের সামনে থেকে বিকাশকে ধরতে যায় পুলিশ। কিন্তু বিকাশ তখন অনুগামী পরিবেষ্টিত হয়েছিলেন। তাঁকে বিজেপির কর্মী-সমর্থকদের হাত থেকে গ্রেপ্তার করতে কালঘাম ছুটে যায় পুলিশের।

Sandeshkhali News : সন্দেশখালিতে অশান্তির অভিযোগে আটক প্রাক্তন CPIM বিধায়ক, এলাকায় পুলিশি বাধার মুখে মীনাক্ষীরা

আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তখনই পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এক আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ। আর এক মহিলা আইনজীবীকে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। ততক্ষণে বিকাশকে ফের গ্রেপ্তারের প্রতিবাদে বসিরহাটে পথ অবরোধ করে বিজেপি। ঘণ্টাখানেক চলে অবরোধ। রাতে ধৃত আইনজীবী জামিন পেলেও মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছে বসিরহাট মহকুমা বার অ্যাসোসিয়েশন।

অন্য দিকে, সোমবার সন্ধ্যায় বসিরহাট মহকুমা আদালত সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠায়। এর আগে নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে বসিরহাটের পুলিশ সুপারের অফিস ঘেরাও করেছিল সিপিএম। সিপিএম নেতা-কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সুপারের অফিসে ঢোকার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে সংগ্রামপুরে পুলিশ সুপারের অফিসের সামনে ঘন্টাখানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সিপিএম নেতা-কর্মীরা। এ দিন নিরাপদর মামলার কেস ডায়েরি নিয়ে যেতেও দেরি করে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version