শুক্রবার রাজ্য় বাজেটের ঘোষণা মতো DA বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণির চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিকও বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবেই এই কর্মীদের মধ্যে কার্যত খুশির ঢেউ।অর্থ দফতরের তরফে এই মর্মে জারি করা হয়েছে নির্দেশিকা। সেই নির্দেশিকা অনুযায়ী, চতুর্থ শ্রেণির চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করা হচ্ছে বছরে ৫০০ থেকে ১০০০ টাকা। উল্লেখ্য, এই পদে যোগদানের সময় সেই কর্মীরা পারিশ্রমিক হিসেবে ১৫ হাজার টাকা পেয়ে থাকেন। পাঁচ বছর ছাড়া ছাড়া পারিশ্রমিক বৃদ্ধি পেয়ে পেয়ে ২০ বছর পর তা দাঁড়াত ৩৭ হাজার । তৃতীয় শ্রেণির ক্ষেত্রে কর্মীরা প্রথমে ১৭ হাজার টাকা করে পান। প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া তা বৃদ্ধি পেতে পেতে ২০ বছর পর দাঁড়ায় ৩৯ হাজার টাকা।

উল্লেখ্য, চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি সহায়কদেরও সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে। তাঁদের তিনটি ক্ষেত্রেই পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে। বছরে একটি ক্ষেত্রে ৯০০-১৩০০, অপর ক্ষেত্রে ৮০০-১০০০ এবং আরেক ক্ষেত্রে ৬০০-৮০০ টাকা বাড়ানো হয়েছে।

চলতি অর্থবর্ষের বাজেট পেশে একাধিক উল্লেখযোগ্য ঘোষণা করেছিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি ঘোষণা করেছিলেন, রাজ্যের সরকারি কর্মীদের আরও ৪ শতাংশ DA বৃদ্ধি করা হবে। যদিও এরপরেই রাজ্য সরকারি কর্মীদের একাংশ ফুঁসে উঠেছিলেন।

AICPI অনুযায়ী DA দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই লড়াই করছিলেন তাঁরা। এই সরকারি কর্মীরা স্পষ্ট জানান, আইনি যে লড়াই তাঁরা করছিলেন তা চালিয়ে যাবেন। অন্যদিকে, কিছু কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছিলেন। এবার সেই ঘোষণার প্রেক্ষিতেই জারি করা হয় বিজ্ঞপ্তি।

সরকারি নির্দেশিকা

অন্যদিকে, বাড়ানো হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাও। আগে এই প্রকল্পের আওতায় জেনারেল মহিলারা পেতেন মাসিক ৫০০ টাকা। SC, ST-রা পেতেন ১০০০ টাকা। তা বাড়িয়ে যথাক্রমে ১০০০ এবং ১২০০ করে দেওয়া হয়। এপ্রিল মাস থেকেই তা কার্যকরি হতে চলেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার অংক বৃদ্ধি করায় খুশির ঢেউ।

Lakshmir Bhandar Scheme : আমরা যতদিন থাকব লক্ষ্মীর ভাণ্ডার পাবেন: মমতা

প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীদের জন্য গত বছর বড়দিনের আগেই সুখবর দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। এরপর বাজেটের দিনও তিনি একই ঘোষণা করেন। এছাড়াও চলতি বছরের বাজেটে একাধিক উল্লেখযোগ্য ঘোষণা করা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version