ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের জন্য বঙ্গে প্রথম দফায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে BJP, যেখানে বঙ্গের ২০ জনের নাম রয়েছে। তৃণমূল সূত্রে খবর, ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভা থেকে ঘোষণা করা হবে দলের লোকসভা নির্বাচনের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। ৪২টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। এবারের ব্রিগেড ময়দানে তিনটি মঞ্চ করা হয়েছে। সেখানে একটিতে দেখা যাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের।জানা গিয়েছে, যাঁরা প্রার্থী হবেন তাঁরা মঞ্চের পেছনে রয়েছে। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর একে একে মঞ্চে আসতে পারেন বলে তৃণমূল সূত্রে খবর।
একাধিক প্রার্থী নিয়ে আলোচনা হচ্ছে। অন্যান্য বছর লোকসভার নির্ঘণ্ট প্রকাশের দিন বা সেই সময় কালীঘাট থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু, এবারে অবশ্য বেছে নেওয়া হয়েছে জনগর্জন সভাকেই। মানুষের মধ্যে দাঁড়িয়েই প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের সঙ্গে নিজেই তিনি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। পাশাপাশি প্রার্থীদের পাশে নিয়েই লোকসভা নির্বাচনের আগে বড় বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনে করা হচ্ছে এমনটাই।

জানা গিয়েছে, শুধু ৪২টি আসন নয়, অসমের ৪ কেন্দ্র, উত্তরপ্রদেশের ১ এবং মেঘালয়ের ১ কেন্দ্র থেকেও প্রার্থী ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এখনও পর্যন্ত জানা যাচ্ছে, তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমক থাকছে। সন্দেশখালির ঘটনার পর বসিরহাটের মুখ হিসেবে কাকে বেছে নেওয়া হবে, সেই দিকে থাকছে নজর।

জানা যাচ্ছে, তৃণমূলের ব্রিগেড সমাবেশে একাধিক যোগদানের সম্ভাবনা রয়েছে। এক প্রাক্তন পুলিশ কর্তাও এদিন ব্রিগেডে তৃণমূলের পতাকা হাতে তুলে নিতে পারেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও দশ জন এদিন বক্তব্য রাখতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে কী রণকৌশল ঠিক করে দেন এবং সেনাপতি অভিষেকের থেকে ঠিক কী বার্তা আসে, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা।

TMC Brigade Live : কলকাতার রাস্তায় জনজোয়ার, সব ভিড় ব্রিগেডমুখী

উল্লেখ্য, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুতে সুর চড়াতে পারেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিজেপির পালটা তিনি কী জবাব দেবেন সেই দিকেও সব নজর। ইতিমধ্যেই ব্রিগেড ময়দানে ব্যাপক জনসমাগম হয়েছে। পাশাপাশি রাস্তাতেও ভিড়। দলীয় কর্মী সমর্থকরা ব্রিগেডমুখী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version