ফের একবার ‘ফুল বদল’। শুক্রবার দিল্লিতে গিয়ে বিজেপিতেই যোগদান করলেন অর্জুন সিং। জুট মিল শ্রমিকদের জন্য ‘কষ্ট’ পেয়ে তৃণমূলে গিয়েছিলেন অর্জুন। লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে ফের একবার ‘ভুল’ বুঝতে পেরেছেন তিনি। জল্পনা শুরু হয়েছিল অর্জুন সিং নাকি যোগদান করতে চলেছেন বিজেপিতে। তিনি নিজেও তা স্পষ্ট করে দিয়েছেন। এদিন তাতে শিলমোহর পড়ল। এদিন অর্জুন সিংয়ের সঙ্গে ছিলেন দিব্যেন্দু অধিকারীও।২০২১ সালে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ে জয়ী হয়েছিলেন অর্জুন সিং। কিন্তু, এরপর ২০২২ সালে মে মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে ফের একবার তৃণমূলে ফিরে যান তিনি। সেই সময় তিনি বলেছিলেন, ‘জুট সংক্রান্ত সমস্যার সমাধান হয়নি। ভুলবোঝাবুঝির জন্য মাঝে BJP-তে যোগদান করেছিলাম।’

এদিকে ১০ মার্চের পর থেকে ফের একবার সুর বদল হতে শুরু করে অর্জুন সিংয়ের। তাঁর বদলে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে প্রার্থী করা হয় পার্থ ভৌমিককে। এরপর থেকেই ফের একবার নিজের ‘বুঝাবুঝির ক্ষমতা’-র উপর নিজেই প্রশ্ন তোলেন অর্জুন। তৃণমূলে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত ছিল না বলেও মন্তব্য করেন তিনি। এরপরেই তাঁর দল বদল নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সমস্ত জল্পনায় দাঁড়ি টেনে তিনি যোগদান করলেন বিজেপিতেই।

‘অর্জুনের স্বাধীনতা, আমাদের প্রার্থী পার্থ ভৌমিক’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হয় কিনা, এখন তাই দেখার বিষয়। এদিকে ‘অর্জুনের সুমতি’ আদৌ গেরুয়া শিবিরের একাংশ মেনে নেবে কিনা, তা নিয়েও উঠছে প্রশ্ন। এদিন বিজেপিতে যোগদান করেই সন্দেশখালি থেকে শুরু করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দেন অর্জুন সিং। রাজ্য সরকারকে একাধিক বিষয় সামনে রেখে আক্রমণ করেন। তাঁর কণ্ঠে ফের একবার মোদীর অনুপ্রেরণা। মোদীর আদর্শে চলার জন্য বিজেপিতে প্রত্যাবর্তন, জানিয়ে দিলেন তিনি।

West Bengal BJP: মাঠজুড়ে তৃণমূল, প্রার্থীর অভাবে নিচুতলার কর্মীদের ‘একগাল মাছি’! কী সাফাই বঙ্গ বিজেপি নেতৃত্বের?

এদিকে দিব্যেন্দু অধিকারীও এদিন যোগদান করেন বিজেপিতে। তাঁর যোগদানের জল্পনা আগে থেকেই ছিল। কোনও অবস্থান অবশ্য স্পষ্ট করেননি অতীতে এই সাংসদ। তবে এদিন দিল্লিতে তিনি গেরুয়া শিবিরে যোগদান করতে চলেছেন, এই জল্পনা আগে থেকেই ছিল। সেই যাবতীয় জল্পনাকে সত্য প্রমাণ করে এদিন তিনি যোগদান করেন বিজেপিতে। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে তিনি কি বিজেপির প্রার্থী হবেন? যদি হয় তাহলে কোন কেন্দ্র থেকে লড়বেন তিনি? শুরু হয়েছে চর্চা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version