অয়ন ঘোষাল: হট ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে। আরও তাপমাত্রা বাড়তে পারে। আজ তাপপ্রবাহের সতর্কবার্তা পশ্চিমের ছয় জেলায়। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় আজ ও বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা বাড়তে পারে। বুধবারের পর দক্ষিণবঙ্গে ও আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
সিস্টেম
আসাম এবং রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। অক্ষরেখা রয়েছে রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে উত্তর প্রদেশ পর্যন্ত। এই অক্ষরেখা হরিয়ানার উপর দিয়ে গিয়েছে।
দক্ষিণবঙ্গে
আজ রবিবার তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ছয় জেলাতে তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা উঠতে পারে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। হট ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাতে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ এবং নদীয়াতে।
সোমবারেও তাপপ্রবাহের পরিস্থিতি পাঁচ জেলায়। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা উঠতে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া।গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতে।
বুধবার আবহাওয়ার পরিবর্তন। কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিনের তাপমাত্রা কমবে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুত্-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড় বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে। দুদিনের ঝড় বৃষ্টিতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
আরও পড়ুন:Bangladesh: মিছিল সমাবেশে গুলি করা যাবে না! বদলের বাংলাদেশের উচ্চ আদালতের রায়…
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজকেও। সোমবার থেকে নতুন সপ্তাহে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। রবিবার বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকার কিছু অংশে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। সোমবার থেকে সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা আগামী কয়েক দিনে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দার্জিলিঙে কুড়ি ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে মালদা জেলার তাপমাত্রা।
কলকাতা
আজও কাল হট ডে কলকাতায়। বেলা বাড়লে পরিষ্কার আকাশ প্রখর সূর্যের তাপে দাবদাহের মতো পরিস্থিতি। বসন্তেই গরমে গলদঘর্ম। উইকেন্ডে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। সোমবার পর্যন্ত গরম চরমে থাকবে দিনের বেলায়। রাতেও অস্বস্তি করা আবহাওয়া। ভোরবেলায় ও সন্ধ্যেতে মনোরম আবহাওয়া কার্যত উধাও। ধীরে ধীরে দিনে উষ্ণতা বাড়বে; রাতেও গরম এবং অস্বস্তি। আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উইকেন্ডে দাবদাহের মত পরিস্থিতি। আগামী সপ্তাহের বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতি শুক্রবার নাগাদ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
কলকাতার তাপমান
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬০ থেকে ৯৩ শতাংশ।
ভিনরাজ্যে
বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি বেশি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
আসাম. মেঘালয়, নাগাল্যান্ড. মনিপুর. মিজোরাম এবং ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় উত্তরপ্রদেশ এবং অরুণাচল প্রদেশে। শুধুমাত্র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অরুণাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ এবং উত্তরাখণ্ড, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, দিল্লি, পঞ্জাব, চন্ডিগড়ে, রাজস্থান, সিকিম এবং কেরালা ও মাহেতে।
চরম তাপপ্রবাহের পরিস্থিতি ওড়িশা এলাকায়। তাপপ্রবাহের পরিস্থিতি বিদর্ভ ঝাড়খন্ড, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ রয়েল সীমা এবং রাজ্যের কিছু অংশে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)