বাংলায় লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রশান্ত কিশোর। তিনি দাবি করেছেন, তাঁর অনুমান তৃণমূলের থেকে বাংলায় সবদিক থেকে ভালো ফলাফল করবে বিজেপি। লোকসভা নির্বাচনে বাংলায় অবাক করা ফলাফল করবে গেরুয়া শিবির।প্রশান্ত কিশোরের এই মন্তব্যের চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। এবার তাঁর মন্তব্যের পালটা সরব হল তৃণমূল। আর ভোটকুশলী নন, এবার রাজনীতিকের মতো করে মন্তব্য করছেন প্রশান্ত কিশোর, মন্তব্য তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। অন্যদিকে, শান্তনু সেন দাবি করেছেন, ‘গ্রাউন্ড রিয়্যালিটি’ জানেনই না প্রশান্ত কিশোর।

প্রশান্ত কিশোরের পালটা সরব তৃণমূল

এদিকে প্রশান্ত কিশোরের মন্তব্যের পালটা সরব হয়েছে তৃণমূলও। রাজ্য়ের শাসক দলের নেতা শান্তনু সেন PK-র মন্তব্যের পালটা বলেন, ‘বাংলার মানুষের মনের ভাব বুঝতে পারেননি প্রশান্ত কিশোর। বাংলার মানুষ বাংলা ও বাঙালি বিদ্বেষী বিরোধীদের বর্জন করার জন্য যে মানসিকতা তৈরি করে নিয়েছে এবং নির্বাচনে এর জবাব দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছে , সে খবরটা প্রশান্ত কিশোরের কাছে নেই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গ্যারান্টিকে আঁকড়ে ধরে থাকতে চান।’

অন্যদিকে, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘এর মধ্যে একাধিকবার প্রশান্ত কিশোর বেশ কিছু রাজনৈতিক মন্তব্য করেছেন ভোট নিয়ে। যে কোনও কারণেই হোক এখন তৃণমূলের বিষয়ে বেশ কিছু অ্যালার্জি চলছে প্রশান্ত কিশোরের তা আমাদের মনে হয়। তা না হলে ব্যক্তিগত আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতেন না। তিনি এখন বিহারের রাজনীতিতে যোগদান করবেন বলে দরজায় কড়া নাড়ছেন। রাজনীতিক প্রশান্ত কিশোরের আত্মপ্রকাশ এখন শুধু সময়ের অপেক্ষায়। তাঁকে এখন আর আমি ভোট অ্যানালিস্ট হিসেবে দেখি না, তাঁকে সুবিধাবাদী রাজনীতিক হিসেবে দেখি। তাঁর এই মন্তব্যের কোনও বাস্তবতা নেই।’ সবমিলিয়ে প্রশান্ত কিশোরের মন্তব্য এবং দাবি খারিজ করে দিয়েছে তৃণমূল।

ঠিক কী বলেছেন প্রশান্ত কিশোর?

তিনি একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘বাংলায় আশ্চর্যজনকভাবে বড় লিড পেতে পারে বিজেপি। তৃণমূলকে সব দিক থেকে পিছনে ফেলে ভালো পারফর্ম করবে তারা। বাংলায় লোকসভা নির্বাচনে অবাক করা ফলাফল দেখার জন্য তৈরি থাকুন। বিজেপি একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। কারও মনে হয় পারে এই মন্তব্যের জন্য যে আমি বিজেপির এজেন্ট।’ এবার প্রশান্ত কিশোরের মন্তব্যের



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version