গীতা এলএলবি সিরিয়াল এই মুহূর্তে বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম একটি। খুব অল্প সময়ের ভিতরে এই সিরিয়ালের গল্প, চরিত্রদের আপন করে নিয়েছেন দর্শক মহল। অনস্ক্রিন যেমন মারকাটারি ডায়লগ বলে অফ স্ক্রিনে কিন্তু একদম অন্য সিন চলে এই সিরিয়ালে। হাসি, ঠাট্টা, মজায় দুরন্ত সময় কাটে তারকাদের। এই সময় ডিজিটালের ক্যামেরায় ধরা পড়ল সেই ফুরফুরে মুড। বৌমা-ছেলেদের পর্দা ফাঁস করলেন সিরিয়ালের সাসুমা (Geeta LLB Serial BTS)। গীতা LLB সিরিয়ালের জমজমাট অফস্ক্রিন আড্ডা দেখবেন নাকি? সেই এক্সক্লুসিভ ভিডিয়ো রইল আপনাদের জন্য। দেশ থেকে রাজ্যের সমস্ত জেলার নানা স্বাদের খবরে বিশেষত বিনোদন দুনিয়ার নানা খবরে সর্বদা আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.