এই সময়, সন্দেশখালি: বিজেপি প্রার্থী হিসেবে যখন তাঁর নাম ঘোষণা করা হয়, তিনি তখন কলকাতায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তাঁর সঙ্গে ফোনে কথা বলে তাঁকে ‘শক্তিস্বরূপা’ হিসেবে সম্বোধন করেন, তখনও তিনি এলাকায় ছিলেন না। বুধবার সন্দেশখালিতে ফিরলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, এলাকার প্রতিবাদী মহিলাদের সামনের সারিতে থাকা রেখা পাত্র। আসন্ন লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হিসেবে এ দিনই প্রথম রেখা পাত্রের পদার্পণ সন্দেশখালিতে। আর এলাকায় ফিরতেই রেখা পাত্রকে ঘিরে প্রবল উৎসাহ দেখা গেল সন্দেশখালির বহু বাসিন্দার মধ্যে।বুধবার বেলা ১১টা নাগাদ ধামাখালিতে রেখা পৌঁছতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাস শুরু হয় বিজেপির নেতা-কর্মী-সমর্থদের মধ্যে। ধামাখালি থেকে যন্ত্রচালিত নৌকায় চেপে সন্দেশখালিতে পৌঁছন তিনি। নদীর পাড়েই রেখাকে ঘিরে ধরেন এলাকার বহু মহিলা। যাঁদের অনেকেই রেখার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরার অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। বিজেপির সাফ বক্তব্য, রেখা পাত্র সন্দেশখালির প্রতিবাদের মুখ এবং সন্দেশখালির ঘটনায় তাঁর প্রতিবাদের জেরেই তৃণমূলের কয়েক জন স্থানীয় নেতা এখন জেলে। শিবুর বিরুদ্ধে রেখাই সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ দিন সন্দেশখালিতে পৌঁছে এলাকার কালীমন্দির, শিবমন্দির, হরিমন্দির ও শনিমন্দিরে প্রণাম করে কিছুক্ষণের জন্য সন্দেশখালির পাত্রপাড়ায় নিজের বাড়িতে গিয়েছিলেন রেখা। পরে, দুপুর আড়াইটে তিনি ফের নদী পেরিয়ে কলকাতার উদ্দেশে রওনা হন। তার আগে রেখা পাত্র বলেন, ‘সন্দেশখালিতে এসে বুঝলাম, আমার মা-বোন, বাবা-ভাই-দাদারা আমার সঙ্গেই আছেন। এলাকার মানুষ আমার সঙ্গে আছেন। আমি খুবই খুশি।’

প্রচারের প্রথম দিনেই বিপত্তি! আচমকাই অসুস্থ সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা

রেখার কথায়, ‘প্রধানমন্ত্রীজি যে আশীর্বাদের হাত আমার মাথার উপর রেখেছেন, সেই আশীর্বাদ ছড়িয়ে পড়েছে আমার বসিরহাট লোকসভা কেন্দ্রের মা-বোনেদের মুখের হাসিতে। আমি বলে বোঝাতে পারব না যে, সত্যিই আমি কতটা খুশি।’ ইতিমধ্যেই সন্দেশখালিতে বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা রেখা পাত্রের সমর্থনে দেওয়াল লিখতে শুরু করেছেন। শুধু সন্দেশখালি নয় বসিরহাট লোকসভার বিভিন্ন প্রান্তেই জোর কদমে চলছে বিজেপির প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন।

বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে এ দিনই সন্দেশখালিতে বড় মিছিল করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে ওই মিছিলে বহু মানুষ হেঁটেছেন। সরবেড়িয়া-‌আগারহাটি অঞ্চল তৃণমূলের ডাকে এই মিছিলে শাসক দলের পতাকা হাতে মহিলারাও শামিল হন।

সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘‌শেখ শাজাহানের অনুপস্থিতিতেও তৃণমূলের এই মিছিল প্রমাণ করে দিলো, সন্দেশখালিতে এত কিছুর পরেও তৃণমূল কর্মী-সমর্থকদের মনোবল কতটা অটুট। এ দিন কেবল সরবেড়িয়া-‌আগারহাটি অঞ্চলের তৃণমূল কর্মী-সমর্থকরা মিছিলে অংশ নিয়েছেন।’ আগামী ৩১ মার্চ তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সন্দেশখালি এলাকায় প্রচারে আসার কথা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version