নতুন অর্থবর্ষ শুরু! স্বাভাবিকভাবেই কাজের চাপ থাকবে সরকারি কর্মীদের। কিন্তু, এক ফাঁকে যদি মন চায়, সেক্ষেত্রে আশেপাশে কোথাও এক ফাঁকে ঘুরে আসার ফুরসত কি পাবেন তাঁরা? এপ্রিল মাসে কতগুলি ছুটি রয়েছে সরকারি কর্মীদের? রইল তালিকা এবং সরকারি ছুটি সংক্রান্ত বিস্তারিত খুঁটিনাটি।চলতি মাসেই ইদ। স্বাভাবিকভাবেই কবে কবে মিলবে ছুটি? সেই তালিকায় চোখ বুলিয়ে নিতে চায়ছেন অনেকেই। বাংলার সরকারি কর্মীদের জন্য সুখবর! চলতি মাসে তাঁদের জন্য ছুটি রয়েছে টানা পাঁচদিন। যদিও এর মধ্যে রবিবার এবং শনিবার পড়ার জন্য কিছু ছুটি হাতছাড়া হতে পারে।

একনজরে বাংলার সরকারি কর্মীদের এপ্রিলের ছুটির তালিকা

তারিখ অনুষ্ঠান বার
৬ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের জন্মদিন শনিবার
১০ এপ্রিল এপ্রিল ইদের আগে দিন বুধবার
১১ এপ্রিল ইদ বৃহস্পতিবার
১৪ এপ্রিল নববর্ষ এবং আম্বেদকর জয়ন্তী রবিবার
১৭ এপ্রিল রাম নবমী বৃহস্পতিবার
২১ এপ্রিল মহাবীর জয়ন্তী রবিবার

ইদের জন্য ১১ এপ্রিল বৃহস্পতিবার ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা। শুধু ১১ তারিখ নয়, ১০ তারিখ বুধবারও তাঁরা ছুটি পাবেন। এছাড়াও ৬ এপ্রিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষ্যে রয়েছে সরকারি ছুটি।

এপ্রিলেই পড়ছে বাংলা নববর্ষ। আর সেই কারণে ১৪ তারিখ ছুটি। আবার এই দিনেই ড. বি আর আম্বেদকরের জন্মদিবস। কিন্তু, এটি রবিবার পড়ায় আলাদা করে সরকারি কর্মীরা উপকৃত হবেন না। ২১ এপ্রিল মহাবীর জয়ন্তীও পড়েছে রবিবার।

ছুটির তালিকা

উল্লেখযোগ্যভাবে, রাম নবমীতেও ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই মর্মে সম্প্রতি একটি বিজ্ঞপ্তিো জারি করা হয়েছে। চলতি মাসের ১৭ এপ্রিল রামনবমী। এই দিন জরুরি পরিষেবা ব্যাতিত রাজ্য সরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠানগুলির ছুটি থাকতে চলেছে। বাংলায় হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের জন্মদিনেও রাজ্য সরকার ছুটি দিয়ে থাকে। পাশাপাশি আদিবাসীদের করমপুজোতেও থাকে ছুটি। সঙ্গে এবার সংযোজিত হয়েছে রামনবমীও। ১৭ তারিখ পড়েছে বৃহস্পতিবার। অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি সময় ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা।

Holiday List Of April 2024 : ভোটের মাসে একগুচ্ছ সরকারি ছুটি, দেখে নিন এপ্রিলের হলিডে লিস্ট

অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে ইদের জন্য দুই দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। পাশাপাশি রয়েছে রামনবমীর ছুটিও। সেই অর্থে দেখতে গেলে এপ্রিল মাসে রাজ্যের সরকারি কর্মীদের খুব একটা বেশি লম্বা ছুটি নেই। তবে ধাপে ধাপে বেশ কয়েকটি ছুটি পেতে চলেছে তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version