আবারও প্রার্থী তালিকা ঘোষণা কগ্রেসের। এবার রাজ্যের আরও তিন কেন্দ্রে আসনে প্রার্থী ঘোষণা করল হাত শিবির। এর আগেও রাজ্যের বেশকিছু আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। এই দফায় মোট ৩টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। সেক্ষত্রে বনগাঁ, উলুবে়ড়িয়া ও ঘাটাল, এই ৩ কেন্দ্রের প্রার্থী দিল কংগ্রেস। জেনে নেওয়া যাক ওই ৩ কেন্দ্রে কাদের দাঁড় করান হল।
কেন্দ্র প্রার্থী
বনগাঁ প্রদীপ বিশ্বাস
উলুবেড়িয়ায় আজাহার মল্লিক
ঘাটাল পাপিয়া চক্রবর্তী

এর আগে প্রথম দফায় ৮ কেন্দ্রে প্রার্থী দেয় কংগ্রেস। সেক্ষেত্রে মালদা উত্তর থেকে থেকে মুস্তাক আলম, মালদা দক্ষিণ থেকে ঈশা খান চৌধুরী, জঙ্গিপুর থেকে মহম্মদ মুর্তাজা হোসেন, কলকাতা উত্তর থেকে প্রদীপ ভট্টাচার্য, বহরমপুর থেকে অধীর রঞ্জন চৌধুরী, পুরুলিয়া থেকে নেপাল মাহাতো, বীরভূম থেকে মিল্টন রশিদ ও রায়গঞ্জ থেকে আলি ইমরান রামজের (ভিক্টর) নাম ঘোষণা করা হয়। পরে আরও এক দফায় দার্জিলিং কেন্দ্রে মুণিশ তামাংয়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এবারের প্রার্থী তালিকায় ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আলোচনা। কারণ এই কেন্দ্রে ফের একবার অভিনেতা দীপক অধিকারীর (দেব) নাম ঘোষণা করেছে তৃণমূল। এর আগেও ২ বার ওই কেন্দ্র থেকে জিতেই লোকসভায় গিয়েছেন দেব। অন্যদিকে ওই কেন্দ্রে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই দুই অভিনেতার মধ্যে শুরু হয়ে গিয়েছে তুমুল রাজনৈতিক লড়াই। এমনকী রবিবার ঘাটালে দেবের সমর্থনে প্রচাও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঘাটালে দেবের সমর্থনে অভিষেকের প্রচারের দিনই ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল কংগ্রেসে।

অন্যদিকে রাজ্যের অপর এক কেন্দ্র বনগাঁতেও এদিনও প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। ওই কেন্দ্রে প্রদীপ বিশ্বাসকে টিকিট দিয়েছে হাত শিবির। মতুয়া অধ্যুষ্যিত ওই কেন্দ্র বরাবরই বিশেষ আলোচনার মধ্যে থাকে। বনগাঁ থেকে এবারেও শান্তনু ঠাকুরকেই টিকিট দিয়েছে বিজেপি। অপর দিকে আবার বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে তৃণমূল। সম্প্রতি দেশে লাগু হয়েছে সিএএ। আর সিএএ লাগু হওয়ার পরেই বনগাঁয় মতুয়াদের একটা অংশের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে। সেই জায়গা থেকে ওই প্রদীপ বিশ্বাস কতটা টক্কর দিতে পারেন সেই দিকেও নজর থাকবে রাজনৈতিকমহলের। এছাড়া এদিন উলুবেড়িয়াতেও প্রার্থী দিয়েছে কংগ্রেস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version