চম্পক দত্ত: প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে পুণ্য়ার্থীদের নিয়ে একটি ট্রেন আসে মেদিনীপুরে উরস উত্সবে যোগ দিতে। সেই ট্রেন যাতে না আসতে পারে তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন মেদিনীপুরের বিজেপির জেলা সম্পাদক শুভিজিত্ রায়। তাঁর বক্তব্য, বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে, ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে। এর প্রতিবাদেই তাঁর ওই দাবি।
আরও পড়ুন-স্ত্রী-শাশুড়ির নির্যাতনে চরম সিদ্ধান্ত! গ্রেফতার অতুলের স্ত্রী-শাশুড়ি-শ্যালক…
প্রতিবছর ৪ঠা ফাল্গুন মেদিনীপুর শহরের মিঞাবাজারে ‘উরস’ উৎসবে যোগ দিতে বাংলাদেশ থেকে পুণ্যার্থী বোঝাই এক বিশেষ ট্রেন হাজির হয়। যেখানে দু হাজারেরও বেশি পুন্যার্থী প্রতিবছর উপস্থিত হন। কিন্তু বর্তমানে বাংলাদেশে হিন্দুদের উপর টানা আক্রমণ এবং জাতীয় পতাকার অবমাননার বিষয় তুলে এবার এই বিশেষ ট্রেন যেন বাতিল করা হয়, সেই দাবি করলেন বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শুভজিৎ রায়। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও দেন তিনি।
এনিয়ে শুভজিত্ রায় বলেন, বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার চলছে তার প্রতিবাদে, ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করার প্রতিবাদে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার প্রতিবাদে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছি। যে বাংলাদেশ ভারতের সাহায্য নিয়ে স্বাধীন হয়েছিল সেই বাংলাদেশ আজ ভারতকে চোখ রাঙাচ্ছে। ভাবতেও অবাক লাগে। আপনারা জানেন প্রতিবছর একটি ট্রেন বাংলাদেশ থেকে আমাদের মিঞাবাজারে জোড়া মসজিদে পুণ্যার্থীদের নিয়ে আসে উরসের জন্য। আমি ব্যক্তিগতভাবে ও দলের পক্ষ থেকে মাণনীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহজির কাছে একটি মেইল পাঠিয়েছি। বর্তমানে বাংলাদেশে যে হিন্দু বিদ্বেষ চলছে তার পরিপ্রেক্ষিতে ওই ট্রেন যাতে ভারতে প্রবেশ করতে না পারে তার অনুরোধ জানিয়েছি। ভারতের পতাকাকে অবমাননা করা হবে, সেখানে হিন্দুদের মারধর করা হবে, তাদের হত্যা করা হবে আর বাংলাদেশের ট্রেন ভারতে ঢুকে তা হতে পারেন না। এর জন্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই মেল পাঠিয়েছি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)