লোকসভা ভোটের প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। শাসক – বিরোধী উভয় পক্ষেরই চলছে মিটিং, মিছিল, সভা, সমিতি, রোড শো। ইতিমধ্যেই দলীয় প্রার্থীদের সমর্থনে একের পর এক নির্বাচনী সভা করে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে একগুচ্ছ সভা করার পর জঙ্গলমহলেও তাঁর সভা দেখা গিয়েছে। গতকালই বাঁকুডায় সভা করেছেন তৃণমূল নেত্রী। স্বাভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করেছেন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে।এদিকে আবার বিভিন্ন জায়গায় সভা এবং রোড শো করার পাশাপাশি সাংগঠনিক বৈঠক সারছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আজ আজ হুগলির সিঙ্গুরের ঘনশ্যামপুর মোড় সংলগ্ন একটি জায়গায় তৃণমূল কর্মীদের সঙ্গে ঘরোয়া বৈঠক করবেন তৃণমূলের প্রধান ‘সেনাপতি’ অভিষেক। বিকেল ৩টে নাগাদ ওই বৈঠক শুরু হবে বলে জানা যাচ্ছে।
এদিকে আজ হুগলিতেই কর্মসূচি রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। বিকেল ৪টে নাগাদ হুগলিরই মানকুণ্ডু সার্কাস মাঠে জনসভা করবেন বিরোধী দলনেতা। সেক্ষেত্রে একই দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি থাকায় ইতিমধ্যেই চড়তে শুরু করেছে হুগলি জেলার রাজনৈতিক পারদ।
এদিকে আজ হুগলিতেই কর্মসূচি রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। বিকেল ৪টে নাগাদ হুগলিরই মানকুণ্ডু সার্কাস মাঠে জনসভা করবেন বিরোধী দলনেতা। সেক্ষেত্রে একই দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি থাকায় ইতিমধ্যেই চড়তে শুরু করেছে হুগলি জেলার রাজনৈতিক পারদ।