এই প্রসঙ্গে পরিবারের সদস্যা কৃষ্ণা মাইতি বলেন, ‘তিনি (হিরণ) বললেন বোন তোমার বাড়িতে খাব, আমি খুব খুশি হলাম। আমার বাড়িতে যা ছিল, তাই রান্না করে দিলাম। তিনি সেটাই আনন্দ করে খেলেন। তিনি যে এভাবে আমদের সঙ্গে মিশে যাবেন তা ভাবতেই পারিনি।’
প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে জয়ী হন হিরণ চট্টোপাধ্যায়। সেই সময় একটি ছবি ভাইরাল হয়। ছবিতে এমন একজনের সঙ্গে হিরণকে দেখা যায়, যাঁর গায়ে সাবান লাগান। ছবিটি সেই সময় ব্যাপক পরিমাণে ট্রোল হয়। ভোটের জন্য হিরণ বাথরুমে ঢুকে পড়েছেন, এমনও কটাক্ষ করা হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ট্রোলের জবাবও দিয়েছিলেন হিরণ। সেই সময় তিনি জানিয়েছিলেন, বাথরুমই তো ছিল না, তাই বাথরুমে ঢোকার কোনও প্রশ্নই ওঠে না। এমনকী সেই দিন আসলে কী ঘটেছিল তাও জানান হিরণ।
হিরণের দাবি ছিল, অন্যান্য দিনের মতো সেদিনও প্রচারে বেরিয়েছিলেন তিনি। সেই সময় প্রকাশ্য রাস্তায় খোলা জায়গাতেই স্নান করছিলেন ওই ব্যক্তি। হিরণ আরও দাবি করে, একদিকে যখন রাজ্য সরকার যখন বলে ৯৮ শতাংশ উন্নয়ন হয়েছে,তখন বাস্তব এটাই যে বহু মানুষের এখনও শৌচালয় নেই। আর সেদিন সেই সমস্যার কথা তুলে ধরতেই ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বলে দাবি হিরণের।