তমলুক কেন্দ্রের BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম পুলিশ অফিসারের! তীব্র বিতর্ক জেলা রাজনীতির অন্দরে। ভোটের মুখে এমন ছবি ভাইরাল হতেই বিতর্কে জড়ালেন তমলুকের এক পুলিশ অফিসার।অন্যান্য দিনের মতো চলতি মাসের ৩ তারিখ তমলুকে ভোট প্রচারে গিয়েছিলেন BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই সময়ই তমলুকের জেলখানা মোড় সংলগ্ন এলাকায় দলীয় প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় তমলুক টেলিকমের আইসি পদে থাকা অবধেশ সিংকে। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আর তা নিয়েই তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তমলুক শহরের জেলখানা মোড় এলাকার বাসিন্দা অবধেশ সিং। সেখানেই পৈত্রিক তিনতলা পাকা বাড়িতেই দীর্ঘ সময় ধরে সপরিবারে বসবাস করেন অবধেশ। বাকি দুই ভাই ব্যবসার সঙ্গে যুক্ত। দীর্ঘ চাকরি জীবনের পর বছর দু’য়েক আগেই সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি হয় তমলুকের ওই পুলিশ অফিসারের। বর্তমানে তিনি জেলা সদর তমলুকের নিমতৌড়িতে জেলা পুলিশ সুপারের অফিসে কর্মরত।

তমলুকের ভোট প্রচারে এসে প্রথমে জেলখানা মোড় সংলগ্ন বানপুকুর পাড়ে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বিদ্যাসাগরের মুর্তিতে মাল্যদান করে তিনি জেলখানা মোড়ের দিকে যাচ্ছিলেন। আর সেই সময়ই গেরুয়া গেঞ্জি পরে বাড়ির সামনে প্রকাশ্য রাস্তায় বিজেপি প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করে সাদরে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান পুলিশ অফিসার অবধেশবাবু।

সেই সঙ্গে প্রাক্তন বিচারপতির সঙ্গে ওই পুলিশ অফিসার প্রায় ৪৫ মিনিট কথা বলেন বলে অভিযোগ, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলা রাজনীতির অন্দরে। যদিও এই বিতর্কের অবসান ঘটাতে আত্মপক্ষ সমর্থনে যুক্তি দিয়েছেন অবধেশ সিং। তাঁর দাবি, প্রচারের ফাঁকে বিজেপি প্রার্থীর শৌচালয় ব্যবহারের দরকার পড়েছিল। ফলে এলাকার বিজেপি কর্মীরাই তাঁর বাড়িতে এসে সমস্যার কথা জানিয়ে শৌচালয় ব্যবহারের অনুমতি চেয়েছিলেন। মানবিকতার খাতিরে তিনি বাড়ির শৌচালয় ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। সেই সঙ্গে বাড়িতে আসা আগন্তুককে ছোটরা প্রণাম করছিলেন দেখে তিনিও প্রণামটুকু করেছিলেন। ফলে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

Debangshu Bhattacharya : ‘এবার দাদু নাতির লড়াই হবে’, মন্তব্য় দেবাংশুর

যদিও এই নিয়ে বিতর্ক থামছেই না। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এমন ঘটনা একেবারেই অবাঞ্ছনীয়। যেভাবে একজন পুলিশ অফিসার প্রকাশ্যে ভোট প্রচারে আসা বিজেপি প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, তা কোনওভাবেই সন্দেহের উর্ধ্বে নয়। বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করে শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি।’

প্রচারের মাঝে সাক্ষাৎ, তন্ময়কে প্রণাম সায়ন্তিকার, বাম প্রার্থী বললেন ‘ভালো থেকো’

যদিও রাজ্যের শাসক দলের এই আক্রমণকে আমল দিতে নারাজ BJP। পদ্ম শিবিরের তমলুক সাংগঠনিক জেলা সভানেত্রী তথা বিধায়ক তাপসী মণ্ডল বলেন, ‘ওই সময় আধিকারিক অন ডিউটিতে ছিলেন না। তাই ব্যক্তিগতভাবে গুরুজন হিসাবে তিনি সম্মান দেখিয়ে কাউকে প্রণাম করতেই পারেন। তাতে বিতর্ক বা অন্যায়ের কিছু দেখছি না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version