রবিবার ১৪ এপ্রিল বিকেলে বান্দ্রায় সলমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে যায় মুম্বই। দ্রুত দোষীদের ধরা হবে বলে আশ্বাস দেওয়া হয় পুলিশ ও প্রশাসনের তরফেও। আর যেমন বলা, তেমনই কাজ। সোমবার গভীর রাতে গুজরাটের ভুজ থেকে গ্রেফতার করা হয় দুই মূল অভিযুক্তকে। মুম্বই থেকে পালিয়ে ভুজে লুকিয়ে ছিল এই দুই দুষ্কৃতী। ভিকি গুপ্তা এবং সাগর পাল নামে এই দুই দুষ্কৃতী লরেন্স বিষ্ণোইয়ের দলের সঙ্গে যুক্ত। দুই দুষ্কৃতীকেই নিয়ে আসা হয়েছে মুম্বইয়ে (Salman Khan News)। অন্যদিকে সলমান খানের নিরাপত্ত আরও কড়া করে দেওয়া হয়েছে। সোমবার রাতে পুলিশি ঘেরাটোপে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফেরেন ভাইজান। বিস্তারিত জানুন ভিডিয়োতে। রাজনীতি থেকে শুরু করে রাজনীতি, খেলা ও বিনোদন সংক্রান্ত যাবতীয় খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে।