শহর কলকাতা ও পার্শ্ববর্তী জেলার মানুষের কাছে যাতায়াতের অন্যতম মাধ্যম শিয়ালদা ডিভিশন। আর সেই শিয়ালদা ডিভিশনেই ফের ট্রাফিক ব্লক। আজ থেকে একটানা ২০ দিন ট্রেন নিয়ন্ত্রণ শিয়ালদা ডিভিশনের বিভিন্ন শাখায়। রেলের তরফে জানান হয়েছে দমদম জংশন স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজের জন্য একটানা ২০ দিনে মোট ৪৮০ ঘণ্টা ট্রাফিক ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ১৮ এপ্রিল থেকে আগামী ৭ মে পর্যন্ত থাকছে এই ট্রাফিক ব্লক। আর এই ট্রাফিক ব্লকের কারণে বেশকিছু ট্রেন বাতিল রাখার পাশাপাশি, বহু ট্রেনের যাত্রাও সংক্ষিপ্ত করা হচ্ছে। আর এর ফলে ফের একবার হয়রানির অভিযোগ তুলছেন যাত্রীদের একটা বড় অংশ।

কোন ট্রেনগুলি বাতিল?

  • ৩০৩৫১ ও ৩০৩১৩ মাঝেরহাট – বারাসত লোকাল
  • ৩৩২৮২ হাসনাবাদ – দমদম জংশন লোকাল
  • ৩৩২৩১ দমদম জংশন – ব্যারাকপুর লোকাল
  • ৩৩২৩২ ব্যারাকপুর – দমদম জংশন লোকাল
  • ৩৩২৭১ দমদম জংশন – গোবরডাঙা লোকাল
  • ৩৩৬৮৬ গোবরডাঙা – শিয়ালদা লোকাল
  • ৩০৩৩৩ মাঝেরহাট – হাবড়া লোকাল
  • ৩০৩৩২ হাবড়া – মাঝেরহাট লোকাল
  • ৩৩৩১১ বারাসত – হাসনাবাদ লোকাল
  • ৩০৩২২ হাসনাবাদ – বিবাদী বাগ লোকাল
  • ৩০১৪৫ মাঝেরহাট – মধ্যমগ্রাম লোকাল
  • ৩০৩৫৮ মধ্যমগ্রাম – মাঝেরহাট লোকাল
  • ৩০৩৬১ মাঝেরহাট – হাসনাবাদ লোকাল
  • ৩০৩৫৩ মাঝেরহাট – দত্তপুকুর লোকাল
  • ৩০৩১৪ দত্তপুকুর – মাঝেরহাট লোকাল
  • ৩৩৪৫৩ শিয়ালদা – বারাসত লোকাল
  • ৩১২২৩ শিয়ালদা – ব্যারাকপুর লোকাল
  • ৩১২৪২ ব্যারাকপুর – শিয়ালদা লোকাল
  • ৩০৩১২ বারাসত – মাঝেরহাট লোকাল
  • ৩০১১৬ ব্যারাকপুর- বিবাদী বাগ লোকাল
  • ৩০১১৩ বিবাদী বাগ – ব্যারাকপুর লোকাল

একাধিক ট্রেনের সংক্ষিপ্ত যাত্রা

  • ৩০১৪২ গেদে – মাঝেরহাট লোকাল ট্রেনটি রানাঘাটে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে
  • ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর – মাঝেরহাট লোকাল ট্রেনটির সংক্ষিপ্ত যাত্রা শেষ হবে বালিগঞ্জে
  • ৩০৩৪৬ বনগাঁ জংশন – মাঝেরহাট লোকাল ট্রেন সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে দমদম ক্যান্টমেন্টে
  • ৩০৩৪৪ বনগাঁ জংশন – মাঝেরহাট এবং ৩০৩২৪ হাসনাবাদ মাঝেরহাট লোকাল বারাসতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে
  • ৩০৩১১ মাঝেরহাট – বারাসত লোকাল ট্রেনটি দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করবে এবং ৩০৩৩১ মাঝেরহাট – হাবড়া লোকাল বারাসত থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। অন্যদিকে ৩০৩১৭ মাঝেরহাট – দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ও পথ পরিবর্তন করে আপ কর্ড লাইন ধরে চলাচল করবে।

এদিকে বারংবার এই ধরনের ট্রাফিক ব্লকের কারণে ব্যাপক হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তুলছেন যাত্রীদের একটা বড় অংশ। সকালে অফিস যাওয়ার পথে যেমন ভোগান্তির শিকার হতে হয়েছে, তেমনই বাড়ি ফেরা পথেও হয়েছে দুর্ভোগ। একদিকে এত গরম, তার মধ্যে ট্রেন বাতিল থাকায় পরিস্থিতি যেন আরও ভয়াবহ হয়ে উঠেছে বলেই জানাচ্ছেন যাত্রীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version