রবিবার দার্জিলিঙের লেবংয়ের গোর্খা মাঠে BJP প্রার্থী রাজু বিস্তার সমর্থনে জনসভা করার তথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের৷ কিন্তু, খারাপ আবহাওয়ার জন্য শেষমেশ অমিত শাহের কপ্টার ল্যান্ড করতে পারল না। প্রায় ৪ ঘণ্টা অপেক্ষা করেন তিনি। এর মধ্যে দু’দুবার অমিত শাহের কপ্টার ল্যান্ড করার চেষ্টা করে। কিন্তু, প্রতিকূল আবহাওয়ার জন্য তা সফল হয়নি। এদিন লেবংয়ের দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। শেষমেশ কাটিহারে যান অমিত শাহ। সেখান থেকে ফোনে বার্তা দেন তিনি।এদিন অমিত শাহ বলেন, ‘দেশের ইতিহাসে গোর্খাদের বড় অবদান। পাহাড়ে শান্তি আনতে পারে কেবলমাত্র BJP। আমি আপনাদের সকলের কাছে ক্ষমাপ্রার্থী।’ উল্লেখ্য, শনিবার রাতেই শিলিগুড়িতে পৌঁছে গিয়েছিলেন অমিত শাহ। এই লোকসভা নির্বাচনের জন্য এদিন ভোট প্রচারে দ্বিতীয়বার বঙ্গে সভা করার কথা ছিল তাঁর। রাতে তিনি ছিলেন শিলিগুড়ির হোটেলেই।

রবিবার সকালে বাগডোগরা থেকে হেলিকপ্টারে তাঁর দার্জিলিঙের সভাস্থলে পৌঁছনোর কথা ছিল। সেই মোতাবেক সমস্ত প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু, আবহাওয়া খারাপ হওয়ার কারণে শেষমেশ তাঁর হেলিকপ্টার ল্যান্ড করতে পারেনি। হোটেলে টানা ৪ ঘণ্টা অপেক্ষা করেছিলেন তিনি।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সভাস্থলে অপেক্ষা করছিলেন দলীয় কর্মী সমর্থকরা। তাঁদের জন্য ফোনেই বার্তা দেন অমিত শাহ। এদিন দার্জিলিং লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রাজু বিস্তা বলেন, ‘এখানে আসার জন্য চার ঘণ্টা ধরে অপেক্ষা করেছিলেন অমিত শাহ। দু’বার তাঁর কপ্টার ল্যান্ড করার চেষ্টা করে। কিন্তু, শেষমেশ তাঁর সুরক্ষার কথা মাথায় রেখে কাটিহারে তা নিয়ে যাওয়া হয়। অমিত শাহ প্রথম থেকেই বলেছিলেন, অবশ্যই পাহাড়ে সভা করবেন তিনি। সেই মোতাবেক এই সভার পরিকল্পনা করা হয়েছিল।

Lok Sabha Election 2024 Live : খারাপ আবহাওয়ার জেরে রাজু বিস্তার সভায় পৌঁছতে পারলেন না শাহ, ফোনেই দিলেন বার্তা

এদিকে এদিন রাজ্যে সভা করছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংও। শিলিগুড়িতে তাঁর একটি সভা করার কথা। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি রাজ্যে প্রথম দফা নির্বাচনে এই তিনটি কেন্দ্রে ভোট হয়েছে। আর সেখানে ভোট পড়েছে ৮১.৯১ শতাংশ। ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, এই বিপুল পরিমাণ ভোটদান কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলছে গেরুয়া শিবিরের নেতাদের কপালে। আগামী ২৬ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। তার আগেই উত্তরবঙ্গে আসার কথা ছিল অমিত শাহ এবং রাজনাথ সিংয়ের, যা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version