লোকসভা নির্বাচনের প্রচারে এসে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। তৃণমূলের ‘পাপের ঘড়া পূর্ণ হয়েছে’, শীঘ্রই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে বলে ভবিষ্যদ্বাণী করে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী।বিজেপির বিরুদ্ধে আর্থিক সহায়তা না করার ব্যাপারে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন রাজনাথ। তাঁর দাবি, রাজ্যকে সঠিক পরিমাণ অর্থই কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হয়েছিল। তবে রাজ্য সরকার সঠিক পদ্ধতিতে সেই অর্থ খরচ করতে পারেনি। রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘আপনার নামেই তো মমতা আছে, তাহলে আপনি কেন বাংলার মানুষের দুঃখ-দুর্দশা দেখতে পান না।’

তাঁর অভিযোগ, বিনামূল্যে রেশন থেকে শুরু করে জল জীবন মিশন বাংলার মানুষের যে পরিমাণে পাওয়ার কথা ছিল, সেটা তাঁরা পাচ্ছেন না। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পগুলির সুবিধা সঠিকভাবে না পাওয়ার জন্য রাজ্য সরকার দায়ী বলে দাবি করেন তিনি। বাংলা আবাস যোজনা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ খন্ডন করে রাজনাথ বলেন, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা গরিব মানুষের জন্য তৈরি হয়েছিল, তাঁদের সেটা না মিলে তৃণমূলের কার্য কর্তারা ঘর পাচ্ছেন।’

গরমে সুস্থ থাকার উপায় বাতলালেন দিলীপ ঘোষ

সারা দেশ জুড়ে আয়ুষ্মান ভারত চালু থাকলেও বাংলায় কেন সেই প্রকল্প চালু করা হয়নি, সেই বিষয়েও প্রতিবাদের সুর শোনা যায় রাজনাথ সিংয়ের মুখে। তিনি বলেন, ‘বাংলার মানুষের জন্য প্রাণ খুলে উন্নয়ন করতে চান প্রধানমন্ত্রী। কিন্তু, সেটা এখানকার সরকার করতে দেয় না। যাতে, বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি ভালোবাসা নরেন্দ্র মোদী না পেয়ে যায়। তবে, আপনাদের ভুল ভাঙিয়ে দিয়ে জানাচ্ছি, বাংলার মানুষ মোদীকেই বিশ্বাস করেন।’

Adhir Chowdhury : বিজেপির বিক্ষোভ, পাল্টা চড়া সুরে অধীর
বাংলায় ৩৫ আসনের টার্গেট বেধে দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মুর্শিদাবাদ জেলায় এদিনের সভা থেকে রাজনাথ সিং জানিয়ে দেন, এই রাজ্য থেকে বিজেপি ৩০টির বেশি আসন পেতে চলেছে এবারের লোকসভা নির্বাচনে। তিনি আরও জানান, বাংলা থেকে যদি বিজেপি এবার ৩০টি আসন পায়, তাহলে রাজ্য বিধানসভায় আসাটা শুধু সময়ের অপেক্ষা। প্রসঙ্গত, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের সমর্থনে এদিন প্রচারে এসেছিলেন রাজনাথ সিং।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version