তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসের সামনে রেইকি করার অভিযোগে রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে মুম্বই থেকে গ্রেফতার করে আনা হয়েছে কলকাতায়। তাঁকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। রাজারাম কোনওভাবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করার চেষ্টা করছিলেন কি না, রেইকির পিছনে তাঁর ঠিক উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তকে।

নবান্নে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক

এদিকে মুম্বই থেকে রাজারাম রেগে গ্রেফতার হওয়ার পর এবার বাড়তি সতর্কতা পুলিশের। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই একদফা উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে নবান্নে। পুলিশ সূত্রে খবর, রাজ্যের নিরাপত্তা অধিকর্তা এই বৈঠক করেছেন। যেখানে যেখানে সভা হবে, সেই সব জায়গায় বাড়তি ড্রোন দিয়ে নজরদারি চালানোর কথা বলা হয়েছে ওই বৈঠকে।

রেইকির সময় ছবি তোলেন রাজারাম

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসের সামনে রেইকি চালান হয়েছে বলে সোমবারই জানান কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরুলীধর শর্মা। তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসে রেইকি করার পর অভিযুক্ত রাজারাম রেগে সেখানকার কিছু জায়গার ছবি তোলেন। তিনি কী ভাবে তৃণমূল সাংসদের সঙ্গে দেখা করতে পারবেন সেই বিষয়ে অফিসের আশেপাশের কয়েকজনের কাছ থেকে তথ্য নেওয়ারও চেষ্টা করেন। এদিকে ওইসব এলাকার আশপাশে মোতায়েন করা ইনফর্মারদের কাছ থেকে পুলিশ এই তথ্য পায়। তারপর থেকেই ওই ব্যক্তি ও তাঁর কর্মকাণ্ডের ওপর নজরদারি চালান হচ্ছিল।

হোটেলে ছিলেন রাজারাম

পুলিশ জানাচ্ছে, রাজারাম রেগে গত ১৮ এপ্রিল কলকাতায় এসেছিলেন। মুম্বই থেকে এসে কলকাতার একটি হোটেলে উঠেছিলেন তিনি। নিজেকে একটি রাজনৈতিক দলের বড় নেতার ঘনিষ্ঠ বলে দাবি করে হোটেল বুক করেছিলেন তিনি। পুলিশ এমন তথ্যও পেয়েছে যে রাজারাম কোনওভাবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ব্যক্তিগত সহকারীর (পিএ) মোবাইল নম্বরগুলিও জোগাড় করেছিলেন।

অভিষেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা

আরও জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন রিসিভ না করায় তাঁর ব্যক্তিগত সহায়ককেও ফোন করেন রাজারাম। অভিষেকে ব্যক্তিগত সহায়ক রাজারামকে ফোনে জানান, এখনই অভিষেক সঙ্গে দেখা করা সম্ভব নয়। রাজারামের ব্যক্তিগত সহায়কের কাছেও নিজেকে মুম্বইয়ের এক বড় নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দেন রাজারাম। এরপরেই তাঁর কথা সন্দেহজনক লাগায় কলকাতা পুলিশকে বিষয়টি জানান হয়। যদিও তার মধ্যেই অবশ্য কলকাতা কলকাতা পুলিশও রাজারামের বিষয়ে খোঁজখবর শুরু করে দেয়। ১৮ ও ১৯ এপ্রিল কলকাতায় থাকার পর, ২০ এপ্রিল মুম্বই ফেরেন রাজারাম। এরপর মুম্বই থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version