চতুর্থ দফায় প্রায় ৭৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, সপ্তম দফায় রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাটা প্রায় পৌঁছে যাবে ১২০০ কোম্পানিতে। রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে রয়েছে ৩০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যাদের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচনের দিন ৩ লোকসভা কেন্দ্রে কাজে লাগানো হবে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের।
কোথায় কত কেন্দ্রীয় বাহিনী থাকছে?
দার্জিলিং লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকছে ৮৮ কোম্পানি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে ১১১ কোম্পানি। বালুরঘাটে কেন্দ্রীয় বাহিনী থাকবে ৭৩ কোম্পানি। মোট মিলিয়ে দ্বিতীয় দফার ৩ টি লোকসভা কেন্দ্রে কাজে লাগানো হবে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে। দ্বিতীয় দফায় রাজ্যে থাকবে ৩০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
অন্যদিকে, রাজ্যে তৃতীয় দফার নির্বাচনে আরো ১০৩ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী বাড়বে রাজ্যে। মোট সংখ্যা হবে – ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যার মধ্যে ৫২ কোম্পানি ইতিমধ্যেই এসে গিয়েছে তৃতীয় দফার নির্বাচনের ৪ টি লোকসভা কেন্দ্রে। ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ৪ টি লোকসভা কেন্দ্রে ভোট হবে। চতুর্থ দফার নির্বাচনে আরও ৭৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আসার সম্ভাবনা রয়েছে রাজ্যে। যার মধ্যে বীরভূমে ৩ কোম্পানি পৌঁছে গেছে ইতিমধ্যেই।
দ্বিতীয় দফার প্রার্থী সংখ্যা
২৬ তারিখ দ্বিতীয় দফার নির্বাচন সগ্গঠিত হবে। যেখানে দার্জিলিংয়ে রয়েছে ১৪ জন প্রার্থী। যার মধ্যে পুরুষ রয়েছে ১২ জন, মহিলা রয়েছে ২ জন। রায়গঞ্জে কেন্দ্রে রয়েছে ২০ জন প্রার্থী। যার মধ্যে রয়েছে ১৯ জন পুরুষ, ১ জন মহিলা। বালুরঘাটে রয়েছে ১৩ জন। তার মধ্যে ১৩ জনই পুরুষ। দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের ৩ টি কেন্দ্রে মোট মিলিয়ে প্রার্থী সংখ্যা ৪৭ জন। যার মধ্যে পুরুষ রয়েছে ৪৪ জন, মহিলা রয়েছে ৩ জন।