বর্ধমানের সভা থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিনই, মথুরাপুরের সভা থেকে পালটা জবাব দিলেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে তাঁর ‘ভাইপো’কে মুখ্যমন্ত্রী বানাতে চান বলে আক্রমণ করেছিলেন শাহ। মথুরাপুর থেকে পালটা অভিষেকের জবাব, ‘আমার কোনও পদ লাগবে না’। পাশাপাশি, অভিষেক নিজেও তিনটি শর্ত দিলেন শাহকে।এদিনের জনসভা থেকে অভিষেক জানানা, তিনি যাতে রাজনীতির আঙিনা থেকে বেরিয়ে যান, এরকমটা চান অনেক বিরোধীরাই। রাজনীতি তিনি ছেড়ে দিতে পারেন, তবে এর জন্য তিনটি শর্ত রয়েছে। অমিত শাহর উদ্দেশে সেই তিনটি শর্ত দিয়ে এদিনের জনসভা থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক।

অভিষেক বলেন, ‘আমি কথা দিচ্ছি আমি রাজনীতি ছেড়ে দেব। কিন্তু, অমিত শাহকে এই তিনটি কাজ করতে হবে।’ এরপর এক এক করে তিনটি পয়েন্ট জানান তৃণমূল সাংসদ। অভিষেকের কথায়, বাংলার ১ লাখ ৬৪ টাকা যে বকেয়া পাওনা আছে কেন্দ্রের থেকে সেটা ছেড়ে দিন। গরিব মানুষের ছাদের টাকা আটকে রেখেছেন সেটা ছেড়ে দিন। এরপর আরও একটি বড় শর্ত দেন অভিষেক। দুদিন আগেই ডায়মন্ড হারবার কেন্দ্রে গিয়ে প্রচারে অভিষেক জানিয়েছিলেন, এই কেন্দ্রের জন্য নমিনেশ দেওয়ার কাজ এখনও বাকি আছে, যে কোনও সর্ব ভারতীয় বিজেপি নেতা এসে মনোনয়ন দিতে পারেন।

‘প্রতি ঘণ্টায় কোটি টাকার কাজ’, জটিল হিসেব কষলেন অভিষেক

সেই ইস্যুতেই অভিষেক এদিন জানান, ডায়মন্ড হারবারের আপনি নিজে এসে মনোনয়ন জমা দিন এবং আমাকে হারিয়ে দেখান। অভিষেক এদিন বলেন, ‘আপনাকে এই তিনটে রাস্তা দিলাম, করে দেখান। আপনি বলছেন, তৃণমূল অভিষেকে বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানাতে চায়। আপনার মনের সুপ্ত বাসনা, আপনি নিজেই আপনার ছেলেকে বিসিআইয়ের প্রেসিডেন্ট বানিয়েছেন, সবাই আপনার মতো নয়।’

অমিত শাহকে কটাক্ষ করে অভিষেক আরও বলেন, ‘আপনি জীবনে আন্দোলন করেননি, আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আজকে কাউকে ইডি, সিবিআই ডাকলে আপনি চোর বলেন, আপনি নিজে একজন জেলখাটা আসামি।’

Abhishek Banerjee : বিনা ভোটে জয় নিয়ে অভিষেকের তিরে পদ্ম
প্রসঙ্গত, মঙ্গলবার মথুরাপুর কেন্দ্রের প্রার্থী বাপি হালদারের সমর্থনে নির্বাচনী সভা করেন অভিষেক। সেখানেই তিনি উল্লেখ করেন, এবারের নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার চারটি কেন্দ্রেই আগের থেকে জয়ের ব্যবধান বাড়াবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। কে কাকে ছাপিয়ে যাবে, সেই নিয়ে প্রতিযোগিতা হবে বলেও জ্ঞান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version