সন্দেশখালি নিয়ে প্রকাশিত ভিডিয়ো হইচই ফেলে দিয়েছে গোটা রাজ্য। এই ভিডিয়োকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে বিষোদগার শুরু করেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বিষয়টি নিয়ে মুখ খুললেন বসিরহাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম।সন্দেশখালি এলাকাটি বসিরহাট কেন্দ্রের অন্তগর্ত। গত কয়েকমাসে সংবাদের শিরোনামে থেকেছে সন্দেশখালি। গত কয়েকদিনে ফের চর্চায় উঠে এসেছে এই এলাকা। সৌজন্যে একটি স্টিং অপারেশনের ভিডিয়ো (যাচাই করেনি এই সময় ডিজিটাল)। যেখানে দেখা গিয়েছে, সন্দেশখালির মণ্ডল সভাপতি জানাচ্ছেন, মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ‘সাজানো’। অর্থের বিনিময়ে সেটি করা হয়েছে।

বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, ‘এই ভিডিয়ো নিয়ে আমাদের দলের শীর্ষ নেতৃত্ব যা বলার বলেছে। এটি নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই।’ উল্লেখ্য, আজকেই আদালতে পেশ করার সময় এই ঘটনায় অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান নিজেই দাবি করেছেন, এই ভিডিয়োয় যে দাবি করা হয়েছে তা সত্যি। হাজি নুরুল বলেন, ‘সত্য উদঘাটন হোক, আসল ঘটনাটি প্রকাশ পাক, এটাই আমরা চাইছি। অসত্য একটা জিনিষ নিয়ে নাটক শেষ করা উচিত।’

সন্দেশখালির এই স্টিং অপারেশনের ভিডিয়ো কি খেলা ঘোরাবে বসিরহাট লোকসভা কেন্দ্রে? বসিরহাটের প্রার্থী বলেন, ‘বিজেপি তাদের মত করে প্রচার করছে। সন্দেশখালিতে আমি যে কয়েকবার গিয়েছি, সেখানকার মানুষ যেভাবে আমার জন্য আশীর্বাদ করেছে তাতে ফল চার তারিখে স্পষ্ট হয়ে যাবে।’ শেখ শাহজাহানকে নিয়েও প্রশ্ন করা হয় তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। হাজি নুরল বলেন, ‘শাহজাহানের নিয়ে আমার কাছে কথা বলবেন না। আইন আইনের পথে চলবে, সত্য উদঘাটন হোক।’

আজ, মঙ্গলবার বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলাম বারাসাতে জেলা শাসক দফতরে আজ মনোনয়নপত্র জমা দিতে এসে আসেন। একসময় জঙ্গিপুরে দাঁড়িয়ে হেরেছিলেন হাজী নুরুল ইসলাম আজ জঙ্গিপুরের ভোট এবং তিনি মনোনয়নপত্র জমা দিচ্ছেন সে প্রসঙ্গে বলেন, জঙ্গিপুরেও জিতবে, বসিরহাটেও জিতবে তৃণমূল।

গঙ্গাধরের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের, এবার মুখ খুললেন বিজেপি নেতার স্ত্রী
সন্দেশখালির ভিডিয়ো প্রকাশ্যে আসার ঘটনার পরেই সোমবার সেখানে একটি সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর তত্ত্বাবধানে এই সভার আয়োজন করা হয়। বেশ ভালো সংখ্যক মহিলার উপস্থিতি ছিল সেই সভায়। সন্দেশখালির বিজেপি মণ্ডল সভাপতির ভিডিয়ো তুলে ধরে প্রচার করে তৃণমূল কংগ্রেস। এবার ৪ তারিখ ফলাফল প্রকাশিত হলে পরিষ্কার হবে, এই বিষয়টি কতটা প্রভাব ফেলেছে মানুষের মনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version