ওটিটি দুনিয়ায় বিগত বছরে দাপিয়ে কাজ করেছেন অভিনেতা সৌরভ দাস। একের পর এক ওয়েবসিরিজে সাফল্য পেয়েছেন তিনি। ১০ মে থেকে ওটিটির পর্দায় আসতে চলেছে তাঁর নতুন ওয়েব সিরিজ। পাশবালিশ নামক এই সিরিজে জুটি বেঁধেছেন ইশা সাহা ও সৌরভ দাস (Paashbalish Webseries)। সেই নিয়েই এই সময় ডিজিটালের সঙ্গে জমাটি আড্ডায় সৌরভ দাস (New Bengali Webseries)। অভিনয় জীবন থেকে বিবাহিত জীবন নিয়ে নানান সিক্রেট শেয়ার করলেন তিনি (Sourav Das Interview)। কী কী বললেন তিনি? দেখে নিন এই এক্সক্লুসিভ জমাটি আড্ডার ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরে বিশেষ করে রাজনীতি, খেলা ও বিনোদন সংক্রান্ত যাবতীয় খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali video,