লোকসভা নির্বাচনের চতুর্থ দফার আগে ফের রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাজ্যের তিন জায়গায় সভা রয়েছে তাঁর। শনিবার বিকেলেই কলকাতায় আসছেন তিনি। প্রধানমন্ত্রীর সফরের জন্য বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে শনিবার বিকেল থেকে।কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ৭টা ২৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন নরেন্দ্র মোদী। ফলত , শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত উল্টোডাঙা উড়ালপুল, মা উড়ালপুল, ইএম বাইপাসের রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। এর পাশাপাশি, রেড রোড, এজেসি বোস উড়ালপুলেও মালবাহী যান নিয়ন্ত্রণ করা হতে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।


কলকাতায় এসে রাজভবনে যাবেন প্রধানমন্ত্রী। সেখানেই রাত্রিবাস করবেন তিনি। রবিবার সকাল ৮টা ৪৫ থেকে দুপুর ১টা পর্যন্ত রাজভবনের দক্ষিণের গেট সংলগ্ন অংশে ট্রাফিক নিয়ন্ত্রিত হবে। রেড রোড, খিদিরপুর রোড যান নিয়ন্ত্রণের পাশাপাশি রবিবার রাত পর্যন্ত রাজভবন সংলগ্ন সমস্ত রাস্তায় ভারী মালবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে নির্বাচনী সভা করে গিয়েছেন নরেন্দ্র মোদী। এবার হুগলি, উত্তর ২৪ পরগনা এবং হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থীদের জন্য সভা করবেন তিনি। টানা চারটি সভা রয়েছে তাঁর। নরেন্দ্র মোদী প্রথম সভা করবেন সকাল সাড়ে ১১টা নাগাদ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের সমর্থনে। ভাটপাড়ায় সভার আয়োজন করা হয়েছে। এরপর দ্বিতীয় সভাটি করবেন হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে চুঁচুড়ায়। দুপুরে একটা নাগাদ এই সভায় উপস্থি হবেন তিনি।

West Bengal BJP Cell For SSC Candidate : মোদীর নির্দেশে ‘যোগ্য’ চাকরিহারা-দের সাহায্যে লিগ্যাল সেল, কী ভাবে আবেদন করবেন জানুন
এই দুটি সভা শেষ করে তিনি যাবেন আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুড়শুড়ায়। বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে দুপুর আড়াইটে থেকে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর দিনের শেষ এবং তাঁর চার নম্বর সভাটি রয়েছে হাওড়া জেলায়। হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে হাওড়া জেলার সাঁকরাইলে বিকেল ৪টে নাগাদ সভা রয়েছে তাঁর। এই প্রতি কেন্দ্রেই আগামী ২০ মে ভোট রয়েছে। তাঁর আগে বিজেপির লক্ষ্যমাত্রা পূরণে একদিনে টানা চারটি সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চারটি সভা শেষ করে কালকেই ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version