প্রথম তিন দফা লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছে নির্বাচন কমিশন। রাত পেরোলেই চতুর্থ দফার নির্বাচন। তবে এর মাঝেই কমিশনের ভাবনায় বসিরহাট কেন্দ্রের নির্বাচন। শেষ দফায় অর্থাৎ ১ জুন ভোট রয়েছে এই কেন্দ্রে। সন্দেশখালির ঘটনার পর থেকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে এই কেন্দ্রের নিরাপত্তার বিষয়ে।

উল্লেখ্য, রবিবার সকালেও নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি এলাকায়। এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনায় উদ্বিগ্ন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এই ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসক তথা জেলার নির্বাচনী আধিকারিক থেকে। এই রিপোর্ট আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে পাঠাতে হবে জেলাশাসককে।

প্রথম থেকেই সন্দেশখালি নিয়ে উদ্বিগ্ন মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর। দ্বিতীয় দফার ভোট চলাকালীন সিবিআই-এর তল্লাশি অভিযান এবং এনএসজি কমান্ডোদের রোবট নামিয়ে অস্ত্র এবং বোমা উদ্ধারের ঘটনায় প্রথম থেকেই চিন্তায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। দ্বিতীয় দফার নির্বাচনের দিন মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের নোডাল অফিসার জানিয়েছিলেন সিবিআই এর তল্লাশি অভিযান এবং এনএসজি কমান্ডোদের তল্লাশি অভিযানের বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে সংশ্লিষ্ট এসপির কাছ থেকে ।

শুধুমাত্র দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীনই নয় তারপর একাধিক ঘটনা ঘটেছে সন্দেশখালিতে। একদিকে যেমন অস্ত্র উদ্ধার অন্যদিকে, একাধিক ভিডিয়ো সামনে এসেছে। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে কী ভাবে বসিরহাট লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন করানো সম্ভব সেটাই পাখির চোখ মুখ নির্বাচনী আধিকারিকের দফতরের।

Election Commission : বাংলায় রক্তপাতহীন ভোট তিন দফায়! তারিফ ইসি-র
নির্বাচন কমিশন সূত্রে খবর, সপ্তম দফায় শুধুমাত্র বসিরহাট লোকসভা কেন্দ্রেই রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে। সঙ্গে বসিরহাট লোকসভা কেন্দ্রের একাধিক যে দ্বীপ এলাকাগুলিতে ভোট রয়েছে, সেই এলাকাগুলিতে আগে থেকেই কিউআরটি মোতায়েন করা হবে। যেভাবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দফায় শান্তিপূর্ণ লোকসভা নির্বাচন দেখেছে রাজ্যবাসী তাতে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতরকে একদিকে যেমন সাধুবাদ জানিয়েছেন অন্যদিকে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দফায় আরো ভালো ভোট করানোর দিকে নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version