নামী ব্র্যান্ডের লেবেল ছাপিয়ে বোতলে ভরা হচ্ছিল ভেজাল মদ। এরপর সেই নকল মদ পাঠানো হতো বিভিন্ন জায়গায়। দীর্ঘদিন ধরেই চলছিল এই কাজ। আবগারি দফতরের অভিযানে নকল মদ তৈরির এই কারবার এবার সামনে আসল। উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার স্পিরিট সহ নকল মদ তৈরির নানা সামগ্রী।

২৬ লাখ টাকার নকল মদ তৈরির সরঞ্জাম উদ্ধার

গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার রাতে শিলিগুড়ি মহকুমার বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায় অভিযান চালায় আবগারি দফতরের বাগডোগরা সার্কেল। পবন গুপ্তা নামে এক ব্যক্তিকে প্রথমে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে আবগারি দফতরের কর্মীরা সাড়ে সাত লিটার ভেজাল বিদেশী মদ উদ্ধার করেন। এরপরই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই ভেজাল মদ তৈরির বিষয়ে জানতে পারেন আবগারি দফতরের কর্মীরা। এরপরই ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ভেজাল মদ তৈরির স্পিরিট, নামী কোম্পানি লেবেল ও মদের খালি বোতল উদ্ধার করা হয়। প্রায় ২৬ লাখ টাকার নকল মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আবগারি দফতর।

দীর্ঘদিন ধরেই চলছিল কারবার

ধৃতকে জিজ্ঞসাবাদ করে আবগারি দফতরের কর্মীরা জানতে পারেন, দীর্ঘদিন ধরে এই ভেজাল মদ তৈরি করা হচ্ছিল। এরপর সেই মদগুলি নানা জায়গায় পাঠান হত। বিহারেও এই ভেজাল মদ পাঠানো হত বলে জানা গিয়েছে। আবগারি দফতরের জলপাইগুড়ি ডিভিশনের অ্যাডিশনাল এক্সসাইজ কমিশনার সুজিত কুমার দাস বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দুই জায়গায় অভিযান চালিয়ে ভেজাল মদ উদ্ধার করা হয়েছে। ভেজাল মদ তৈরির লক্ষাধিক টাকার সামগ্রীও উদ্ধার করেছেন কর্মীরা।’

এর আগে গতবছর মে মাসে অভিযান চালিয়ে বিপজ্জনক উপকরণ দিয়ে তৈরি বিপুল পরিমাণ নকল মদ উদ্ধার করে আবগারি দফতর। গোপন সূত্রে খবর পেয়ে, মানুষের শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক উপকরণ দিয়ে তৈরি বিপুল পরিমাণ নকল বিদেশী মদ উদ্ধার করা হয়। বাঁকুড়া ও পুরুলিয়ার সীমানাবর্তী এলাকায় ৬০-এ জাতীয় সড়কের ধারের একটি হোটেলে হানা দেন আবগারি দফতরেরকর্তারা। সেখান থেকে ওই বিপুল পরিমাণ নকল মদ উদ্ধারের পাশাপাশি বেআইনি ভাবে মদ মজুত রাখা এবং নকল মদের ব্যবসা করার অভিযোগে গ্রেফতার করা হয় হোটেলের মালিককে। উল্লেখ্য সম্প্রতি হাওড়া জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমান চোলাই মদও বাজেয়াপ্ত করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version