গোপাল সোনকার, এই সময় ডিজিটাল
ভোটের দিন। দিলীপেরই দিন? সকাল থেকেই হেভিওয়েট প্রার্থীদের মধ্যে সবথেকে বেশি বেশি চর্চায় রইলেন বর্ধমান দুর্গাপুরের BJP প্রার্থী দিলীপ ঘোষ। কখনও তিনি আলিঙ্গন করলেন প্রতিপক্ষ কীর্তি আজাদকে, আবার কখনও তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ চলল। সব মিলিয়ে ভোটবাজারে সকাল থেকেই ফোকাস রইল তাঁর উপরেই। বিকেল ৬টা পর্যন্ত কেমন কাটল দিলীপ ঘোষের?এদিন সকাল ৬টা নাগাদ রায়ান এলাকায় নিজের বাসভবন থেকে বার হন দিলীপ ঘোষ। এরপর তিনি বর্ধমান শহরের বিভিন্ন বুথ ঘুরে দেখেন। ‘খেলা হবে’ গান আর বাজবে না, হুংকার শোনা যায় তাঁর কণ্ঠে। এরপর কার্জন গেট থেকে তাঁর কনভয় জেলা কার্যালয়ের দিকে এগিয়ে যায়। সেখানে কিছুক্ষণ থাকার পর বর্ধমানের ২১ নং ওয়ার্ডের রাজগঞ্জে অশান্তির খবর পেয়ে সেখানে যান দিলীপ ঘোষ। সেখানে দিলীপ ঘোষকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। সাময়িক উত্তেজনা তৈরি হয় সেখানে।এরপর সেখান থেকে বার হয়ে দিলীপ ঘোষ যান বর্ধমানের ১৪ নম্বর ওয়ার্ডে যান এবং বুথে ঘোরেন। এদিন মন্তেশ্বরের দিকে যাওয়ার সময় দিলীপ ঘোষ মুখোমুখি হন কীর্তি আজাদের। সেই সময় তৃণমূল প্রার্থীকে জড়িয়ে ধরেন তিনি। একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

সেখান থেকে মন্তেশ্বরের উদ্দেশে রওনা দেন দিলীপ ঘোষ। কিন্তু, পথে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তুল্ল্যবাজারে তাঁর গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এদিন দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন এক ব্যক্তি। এরপর তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দিলীপ ঘোষ অভিযোগ তোলেন তাঁদের এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা বিষয়টি কমিশনে জানান এই প্রার্থী। তিনি পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

দিলীপের কনভয়ে হামলার অভিযোগ, মন্তেশ্বরে আক্রান্ত সংবাদমাধ্যম
এই অশান্তি পর্বের পর বর্ধমানের জেলা কার্যলয় হয়ে তাঁর কনভয় সোজা গিয়ে পৌঁছায় রায়ানে তাঁর বাসভবনে। সেখানে খাওয়া দাওয়ার পর বিকেল চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে বর্ধমানের কপিবাগান এলাকায় যান দিলীপ ঘোষ। সেখানে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মাথা ফাটে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানের। পালটা ৪ জন তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের বিরুদ্ধে।ঘটনাস্থলে পৌঁছন তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ।

এদিন দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ করেন কীর্তি আজাদ। ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version