এই সময়, ভাঙড়: ফেসবুক থেকে আগেই জানতে পেরেছিলেন কর্মীরা। কিন্তু প্রার্থীকে কিছু বলেননি। এরপর প্রচারের মাঝে একটা বড় কেক নিয়ে হাজির সিপিএম কর্মী-সমর্থকরা। যা দেখে অভিভূত যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সিপিএম কর্মী-সমর্থকদের উদ্যোগে রবিবার কেক কেটে, পায়েস খাইয়ে সৃজনের জন্মদিন পালন হলো ভাঙড়ে।সৃজন বলেন, ‘এই বয়সে জন্মদিন পালন মানায় না। বাড়িতে কোনও জন্মদিন পালন করিনি। প্রচারে বেরিয়ে কর্মীদের এমন আয়োজন দেখে আমি অভিভূত। কর্মীদের বলেছি, আজ যে সাইজের কেক কাটা হলো ৪ জুন এর থেকে বড় কেক কাটা হবে।’

রবিবাসরীয় প্রচারে ভাঙড়কে বেছে নিয়েছিলেন সৃজন। সকালে বামনঘাটা অঞ্চলের হাটগাছা পাত্রপাড়া থেকে যাত্রা শুরু করেন তিনি। টোটো চেপে হাটগাছা থেকে কোঁচপুকুর, যোতভিম, ধর্মতলা-পাঁচুড়িয়া, কুলবেড়িয়া, কাঁঠালবেড়িয়া, হাতিশালা, পাইকান, ওয়াড়ি এলাকায় প্রচার চলে। মূলত ভাঙড় ২ ব্লকের একদা সিপিএমের গড় বলে পরিচিত বামনঘাটা, বেঁওতা ১ ও ২ পঞ্চায়েত এলাকায় প্রচার সারেন তিনি। তার মাঝে সিপিএম কর্মীদের উদ্যোগে এ ভাবে জন্মদিন পালনে খুশি সৃজন।

সিপিএম কর্মী দীপাঞ্জন নস্কর বলেন, ‘আমরা ফেসবুকের মাধ্যমে আগেই জেনেছিলাম আজ সৃজনদার জন্মদিন। উনি আজ ৩১ বছরে পা দিচ্ছেন। তাই সারপ্রাইজ দেওয়ার জন্য পাঁচুড়িয়া নস্করপাড়ায় জলসত্র করেছিলাম। গাছের ছায়ায় সৃজনদা বিশ্রাম নেওয়ার সময় ছোটরাই কেক নিয়ে হাজির। পাড়ার এক মহিলা নিজে হাতে পায়েসও রান্না করেছিলেন সৃজনদাকে খাওয়াবেন বলে। সৃজনদা তা তৃপ্তি করে খান।’

এ ভাবে প্রচারের মাঝে সৃজনের জন্য এমন চমক উপহার দিতে পেরে খুশি বাম নেতা তুষার ঘোষ, উৎপল মণ্ডলরা। সৃজন আরও বলেন, ‘ভাঙড়ের মানুষ যে ভাবে জন্মদিন মনে রেখে এই আয়োজন করেছেন তাতে আমি অভিভূত।’

Nawsad Siddique : তৃণমূল-সিপিএমকে জোড়া আক্রমণ নওশাদ সিদ্দিকির

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইএসএফ সম্পর্কে তিনি বলেন, ‘নওশাদ সিদ্দিকি বা বিশ্বজিৎ মাইতির সঙ্গে আমার সম্পর্ক ভালো। যাদবপুরের বাকি ৬টি বিধানসভা এলাকায় তৃণমূলকে একমাত্র রুখে দিতে পারে সিপিএম। ভাঙড়ে আইএসএফের জন্য যদি ভোট ভাগাভাগি হয় তাতে আইএসএফের ভালো হবে না। তাই ওঁদের নেতা-কর্মী সবাইকে বলছি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। ভাঙড়ে ভালো হাসাপাতাল চাই, লেদার কমপ্লেক্সে আরও বেশি কারখানা চাই, এটাই মানুষের দাবি। আমি পার্লামেন্টে গেলে এই প্রত্যাশা পূরণ করব।’

ভাঙড়ে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেতা শওকত মোল্লা। এ প্রসঙ্গে সৃজন বলেন, ‘ভাঙড়ে মধুর ভাণ্ডার দেখে অনেকেই বাইরে থেকে আসছেন। দায়িত্ব নিচ্ছেন। তাতে ভাঙড়ে অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version