মণিপুস্পক সেনগুপ্ত, পুরুলিয়া ও কলকাতা
পঞ্চম দফার ভোটের আগে ফের সম্মুখ-সমরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী রবিবার, ১৯ মে একইদিনে পুরুলিয়ায় ভোট-প্রচারে ঝাপাচ্ছেন তাঁরা। বেলা সাড়ে বারোটায় মোদীর জনসভা শুরু হওয়ার কথা পুরুলিয়া শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে গেঙাড়ার মাঠে।তৃণমূল সূত্রে খবর, ওইদিনই বেলা একটা নাগাদ পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুল ময়দানে হেলিকপ্টার থেকে নামার কথা মুখ্যমন্ত্রীর। সেখান থেকে পুরুলিয়া মেন রোড ধরে নীলকুঠি ডাঙা পর্যন্ত পদযাত্রা করার কথা রয়েছে তাঁর। একইদিনে জোড়া মেগা রাজনৈতিক ইভেন্ট নিয়ে পুরুলিয়া জেলা প্রশাসনে তৎপরতা তুঙ্গে।

বাংলায় ভোট প্রচারে কার্যত ঝড় তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ-বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে তিনি পশ্চিমবঙ্গেই সব থেকে বেশি সভা করছেন বলে রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি। ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত বাংলায় ১২টি নির্বাচনী সভা করে ফেলেছেন প্রধানমন্ত্রী। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯-২০ তারিখ দু’দিনে আরও ছ’টি সভা তিনি এ রাজ্যে করবেন।

যা নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সূত্রের খবর, এ পর্বে মোদীর সভাগুলি হওয়ার কথা রয়েছে পুরুলিয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, তমলুক, ঘাটাল, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রীর আসার কথা আছে। তবে পিএমও থেকে কনর্ফামেশন না আসা পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।’

Mamata Banerjee On Narendra Modi : ‘পদত্যাগ করিয়ে নেওয়া উচিত ছিল না?’ রাজ্যপাল নিয়ে মোদীর নীরবতায় প্রশ্ন মমতার
১৯ তারিখ প্রধানমন্ত্রীর প্রথম সভা পুরুলিয়ায় হওয়ার কথা। বিজেপির অভিযোগ, মোদীর সভায় দলীয় কর্মী-সমর্থকদের আসার জন্য যাতে যানবাহন দেওয়া না হয়, তার জন্যই তড়িঘড়ি পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে তৃণমূলের দাবি, এই কর্মসূচি পূর্ব নির্ধারিত। দলীয় প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে পুরুলিয়ায় জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

একইদিনে পুরুলিয়া শহরে পদযাত্রা করে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে প্রচার চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী জ্যোর্তিময়ের অভিযোগ, প্রধানমন্ত্রীর সভায় বিশৃঙ্খলা তৈরি করতেই একইদিনে পুরুলিয়ায় পদযাত্রা করার পরিকল্পনা করেছেন মমতা। তাঁর কথায়, ‘থানা থেকে গাড়ি জমা করতে বলা হচ্ছে। এছাড়াও প্রচুর পুলিশকে তুলে নিয়ে মুখ্যমন্ত্রীর যাত্রাপথে মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে।

Mamata Banerjee: ‘মোদীবাবু একবার খেয়ে দেখবেন নাকি নিজে রান্না করব’

প্রধানমন্ত্রীর সভার নিরাপত্তা নিয়ে পুলিশের কোনও মাথাব্যাথা নেই। মোদীজির সভায় যাতে সাধারণ মানুষ আসতে না পারে, তার জন্যই এই পরিকল্পনা।’ জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া অবশ্য বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘বহু আগে থেকেই মুখ্যমন্ত্রীর কর্মসূচি ঠিক হয়ে আছে। বিজেপি প্রধানমন্ত্রীর সভায় ভিড় করতে পারবে না বুঝেই ভিত্তিহীন অভিযোগ করছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version