ফের গুলি চলল কোচবিহারের শীতলকুচিতে। এলার গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান। আহতের নাম অনিমেষ রানা। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচির লালবাজার গ্রামে। স্থানীয়রা অনিমেষকে উদ্ধার করে প্রথমে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে, তাঁকে কোচবিহারে স্থানান্তরিত করা হয়। বর্তমানে কোচবিহারের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন তিনি।

বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ

জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বাইকে বাড়ি ফিরছিলেন লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেষ রায়। অভিযোগ সেই সময় কেউ বা কারা গুলি চালায়। পায়ে গুলি লাগে তাঁর। বিষয়টি নজরে আসতেই ছুটে যান স্থানীয়রা। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোচবিহারে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকেরা। তারপরেই তাঁকে কোচবিহারের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়ে।

এদিকে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার রাজনৈতিকমহলে। ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকেই আঙুল তুলেছে তৃণমূল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও কে বা কারা তাঁকে গুলি করেছে সেই বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচনের দিনই ভোটগ্রহণ হয় কোচবিহার লোকসভা কেন্দ্রে। নির্বাচনের মরশুমে প্রথম থেকেই রাজনৈতিকমহলের নজর ছিল কোচবিহারের দিকে। যদিও বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া, এবারে কোচবিহারের ভোটগ্রহণ পর্ব মোটের উপর শান্তিতেই মিটেছে।

আগেও চলেছে গুলি

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়ও সংবাদ শিরোনামে উঠে আসে কোচবিহারের এই এলাকা। সেই সময়ও শীতলকুচিতে গুলি চালানোর ঘটনা ঘটে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ওঠে গুলি চালানোর অভিযোগ। সেই ঘটনায় কয়েকজনের মৃত্যুও হয়। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় গোটা রাজ্য রাজনীতিতে। বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো সরব হয় তৃণমূল। চক্রান্ত করে গুলি চালান হয়েছে বলেও অভিযোগ তোলা হয় তৃণমূলের পক্ষ থেকে।

এবারে নির্বাচনের প্রচারেও গিয়েও সেই ঘটনার প্রসঙ্গ উত্থাপন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী কোচবিহারের ফের একবারের বিজেপি প্রার্থী নীশিথ প্রামাণিকের বিরুদ্ধেও সরব হত দেখা যায় মমতাকে। যদিও পালটা রাজ্যের শাসকদলকে নিশানা করতে ছাড়েনি বিজেপিও। আর সেই সবকিছুর মাঝেই এবার ফের একবার গুলি চালানোর ঘটনা ঘটে গেলে শীতলকুচিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version