সন্দেশখালি তথা বসিরহাটে বড় ধাক্কা বিজেপির। তৃণমূলে যোগ দিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সিরিয়া পরভিন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি। ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন সিরিয়া। আর ২০১৮ সালে তাঁকে বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক করে বিজেপি। এছাড়াওবিজেপির রাজ্য সংখ্যালঘু সেলের সঙ্গেও জড়িত সিরিয়া। এদিন সিরিয়ার হাতে দলীয় পতাকা তুলে দেন শশী ও মমতাবালা।বিজেপিতে যোগ দেওয়ার পর সিরিয়া দাবি করেন, তাঁদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এবং সংবাদমাধ্যমের সামনে নাটক তৈরি করার জন্য আগে থেকেই প্ল্যান তৈরি রাখতে বলা হত। তাঁর কাছে প্রমাণ আছে কী ভাবে উপর থেকে টেক্সট পাঠানো হয়েছিল ভুয়ো ধর্ষণের দাবি কার্যকর করার জন্য। তাঁদের টাকা দেওয়া হয়েছিল এবং মোবাইলও দেওয়া হয়েছিল।

সম্প্রতি সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগ ওঠে। এদিন সেই বিষয়ে বিস্ফোরক দাবি করতে শোনা যায় সিরিয়া পরভিনকে। সদ্য প্রাক্তন বিজেপি নেত্রী বলেন, ‘আমি যখন সন্দেশখালির পথে ওই রাতে রওনা দিলাম, যেতে যেতেই সম্পূর্ণভাবে জেনে গেলাম যে এটা ঘটানো, আমাদের তৈরি করা। সেটার প্রমাণ আছে। প্রমাণ না নিয়ে কোনও কথা বলছি না। ওইদিন যে ঘটনা ঘটবে, যার সঙ্গে ঘটবে, সে নিজেও জানত। সঙ্গে আরও একজন মহিলা, সেও জানত। সেটাও আমি প্রমাণ দিয়েছি। আমি ঘটনাস্থলে যখন পৌঁছলাম, তাঁকে দেখে বিধ্বস্ত মনে হচ্ছিল। পরিকল্পিতভাবে তাঁকে তো বিধ্বস্ত করবেই। জামা ছিঁড়বে, শাড়ি ছিঁড়বে, শাখা পলা ভাঙবে, এটা পরিকল্পিত।’

এমনকী বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়েও এদিন মুখ খোলেন সিরিয়া। আন্দোলন করার জন্য রেখার কাছেও টাকা এবং মোবাইল পাঠানো হয়েছিল বলে দাবি সিরিয়া পরভিনের।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই নারী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র সংবাদ শিরোনামে চলে আসে সন্দেশখালি। গোটা ঘটনায় বারেবারে উঠে আসে শেখ শাহজাহান ও তাঁর সঙ্গীদের নাম। এমনকী শেখ শাহজাহানের ভাইয়ের নামও উঠে আসে সন্দেশখালির ঘটনায়। রাস্তায় নেমে এসে আন্দোলন শুরু করেন সন্দেশখালির মহিলাদের একটা অংশ। দায়ের হয় একের পর এক অভিযোগ। যদিও কিছুদিন আগে সন্দেশখালি সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে বিজেপির স্থানীয় নেতা গঙ্গাধর কয়ালের মুখ থেকে বিস্ফোরক কথা শোনা যায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। আর এবার সরাসরি মুখ খুললেন সিরিয়া পরভিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version