Embed

Press CTRL+C to copyX

<iframe src=”https://tvid.in/1xvqvee96l/lang?autoplay=false” style=”height: 100%; width: 100%; max-height: 100%; max-width: 100%; visibility: visible;” border=”0″ frameBorder=”0″ seamless=”” scrolling=”no” allowfullscreen=”true” mozallowfullscreen=”true” allowtransparency=”true”></iframe>

সাইক্লোন রিমেলের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি বঙ্গবাসী। জলমগ্ন হয়ে রয়েছে শহর কলাকাতা থেকে বিভিন্ন জেলা। এরই মধ্যে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে বঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আরও জানা গিয়েছে, আজ মঙ্গলবার এবং আগামী কয়েকদিনও রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এই এলাকাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে জারি থাকছে হলুদ সতর্কতা। জানা গিয়েছে, কেরালায় বর্ষা প্রবেশ করতে চলেছে। হাওয়া অফিস আশাবাদী যে এরপরেই বঙ্গে প্রবেশ করার পালা বর্ষার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version