ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়। নির্বাচনের একদিন আগেই বোমাবাজির ঘটনা। আহত একাধিক। এই ঘটনায় ISF-কে কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি, ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। পালটা, তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন নওশাদ।বৃহস্পতিবার রাতে তৃণমূল নেতা-কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ ওঠে। স্থানীয় তৃণমূল নেতা রফিক খান ও অন্যান্য দলীয় কর্মীরা যখন ভোটের স্লিপ বিলি করেছিলেন তখন এই ঘটনা ঘটে বলে অভিযোগ। বোমা মারার অভিযোগ ওঠে ISF কর্মী, সমর্থদের বিরুদ্ধে। এই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন। আহতদের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। খবর পেয়েই সেখানে ছুটে যান যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও বিধায়ক শওকত মোল্লা।

বিষয়টি নিয়ে শওকত মোল্লা বলেন, ‘অবিলম্বে নওশাদকে গ্রেফতার করা উচিত। পাঁচজন আহত হয়েছে, তার মধ্যে একজন শিশু রয়েছে।’ শওকতের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগেও অশান্তির বাতাবরণ তৈরি করা হয়েছিল। আবার নতুন করে গত কয়েকদি ধরে এই সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে।

Lok Sabha Election 2024 Phase 7 : শেষ দফার লোকসভা ভোটের তোড়জোড় কলকাতায়

শওকতের দাবি, এখানকার যত সমাজবিরোধী তাদেরকে একত্রিত করে বোমা বাঁধার কাজ করা হচ্ছে। এদেরকে পেছনে থেকে অর্থের যোগান দিয়ে সাহায্য করা হচ্ছে ISF-এর তরফে। শওকত বলেন, ‘রাজনৈতিক ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই না করে, সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা হচ্ছে, ঠিক যেমন পৌঁছাতে নির্বাচনের আগে হয়েছিল।’ উল্লেখ্য, বৃহস্পতিবার রাতের ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহতকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভাঙড়ের ভোগালি ১ এবং ২-এর বানিয়ারা গ্রামে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে।

Lok Sabha Election : রাত পোহালেই শেষ দফা, প্রত্যন্ত সুন্দরবনে পাড়ি ভোট কর্মীদের
অন্যদিকে, এই ঘটনায় পালটা তৃণমূলের উপর দোষ চাপিয়েছেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, ‘তৄণমুল কংগ্রেস দোষ করেছে ৷ তা ধামাচাপা দিতেই ISF এর নামে দোষ দেওয়া হচ্ছে ৷ শওকত মোল্লার বাইক বাহিনী এলাকায় দাপট দেখাচ্ছে ৷ ISF এর কর্মীদের নামে মিথ্যা কেস দেওয়া হচ্ছে ৷ ভয় দেখানো হচ্ছে ৷ বিষয়টি পুলিশকে জানানো হলেও তারা ব্যবস্থা নেয়নি ৷’ নিজেদের কাছে থাকা বোমে নিজেরাই আহত হয়েছে বলে দাবি করেন তিনি ৷ আগামীকাল, শনিবার যাদবপুর কেন্দ্রের ভোটগ্রহণ রয়েছে। বিশেষত, ভাঙড় এলাকার জন্য বিশেষ নজরদারি রয়েছে নির্বাচন কমিশনের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version